গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমন আশঙ্কা ধরাচ্ছে তৃতীয় ঢেউয়ের। টানা বেড়েছে ভারতের দৈনিক সংক্রমনের হার। কিন্তু গত ২৪ ঘণ্টায় অল্প হলেও কমল সংক্রমণ ও মৃতের সংখ্যা। কিন্তু চিন্তায় রাখছে কেরলের করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে সংক্রমন। তাই নতুন করে কড়া লকডাউনের পথে হাঁটল কেরালা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দেশে আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ৭৫৯ জন।
শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪ হাজার ৬৫৮ জন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এক দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন। এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২৫ হাজার ৪৬৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। শনিবার মারা গেছেন ৫০৯ জন। শুক্রবার দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯৮ জন। এর আগের দিন মারা গেছেন ৬০৭ জন। অবশ্য আগের দিনের থেকে মৃত্যুহার কমেছে অল্প। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪৮। মঙ্গলবার মারা গিয়েছিলেন ৩৫৪ জন। দেশে করোনার কারণে এখনও অবধি মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৪০ জন। শনিবার করোনা মুক্ত হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। শুক্রবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। বৃহস্পতিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। তার আগের দিন বুধবার সুস্থ হয়েছিলেন ৩৪ হাজার ১৬৯ জন। মঙ্গলবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। এই নিয়ে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ৮৮ হাজার ৬৪২ জন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮ জন।