খুব একটা হেরফের নেই দেশের করোনা পরিস্থিতির। কয়েকদিন আগে সামান্য আশার আলো দেখালেও আবারো চড়চড় করে বাড়ছে সংক্রমন। চিন্তা বাড়াচ্ছে কেরালার সংক্রমন। সেখানে শুরু হয়ে গেছে করোনা তৃতীয় ঢেউ এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
শুক্রবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। এর বেশিরভাগটাই কেরলে হয়েছে। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এক দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন। এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন। রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৯৪৮।
এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জন।
হেলথ বুলেটিন বলছে শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৮ জন। এর আগের দিন মারা গেছেন ৬০৭ জন। অবশ্য আগের দিনের থেকে মৃত্যুহার কমেছে অল্প। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪৮। মঙ্গলবার মারা গিয়েছিলেন ৩৫৪ জন। আগের দিন সোমবার করোনায় মৃত্যু হয়েছিল ৩৮৯ জনের। রবিবার দিন দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন ৪০৩ জন। দেশে করোনার কারণে এখনও অবধি মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জনের।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। গতকাল বৃহস্পতিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। তার আগের দিন বুধবার সুস্থ হয়েছিলেন ৩৪ হাজার ১৬৯ জন। মঙ্গলবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। সোমবার দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন। এর আগের দিন রবিবার ৩৮ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লাখ ২১ হাজার ৪২৮ জন।
দেশে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের ডোজ পেয়েছেন ৬১ কোটি ২২ লাখ ৮ হাজার ৫৪২ জন। অন্তত ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন।