করোনা ভাইরাসের উপদ্রব শুরু থেকেই আমাদের দেশে তথা রাজ্যে লকডাউনের কারণে নাজেহাল হয়েছে জনগন। আর এই নাজেহাল হওয়া থেকে মুক্তি পেতেই বারংবার লঘু করা হয়েছে বিধিনিষেধ, তবুও যেন একের পর এক করোনার নতুন ভ্যারিয়েন্ট মানুষকে আক্রান্ত করেছে। কিন্তু এই করোনা বিধিনিষেধ মেনেই কিন্তু ওমিক্রন থেকে ধীরে ধীরে মুক্তি পেয়েছে বাংলা সাথে দেশও। ধীরে ধীরে রাজ্যে কমতে থাকছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় (Coronavirus)আক্রান্ত তিনশোরও কম। প্রাণহানিও কমেছে।
একদিনে নতুন করে বাংলায় কোভিড পজিটিভ ২৮১ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। এই সংখ্যা শুক্রবার ছিল ১৩। পজিটিভিটি রেট অনেকটা কমেছে। ০.৭৯ শতাংশ এই মুহূর্তে। গতকালও যা ০.৯০ শতাংশ ছিল। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। তবে কোভিড (COVID-19)সংক্রমণের উত্তর ২৪ পরগনায় হার বাড়ছে। সেটাই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে স্বস্তির মাঝে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৫,৫৯১টি গত ২৪ ঘণ্টায়, যার মধ্যে মাত্র ০.৭৯ শতাংশ। একদিনে ১৩৫৭ জন সুস্থ হয়ে উঠছেন। এ নিয়ে ১৯, ৮৫, ৩০৮ মোট সুস্থ ব্যক্তির সংখ্যা। এক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটা কমেছে। একদিনে এই মুহূর্তে তা হাজার খানেক কমে ৬৬৪৮। রাজ্যে মহমারীর কবল থেকে ৯৮.৬২ শতাংশ সুস্থতার হার।
এবার জেলার পরিসংখ্যানে আসা যাক। উত্তর ২৪ পরগনা এই তালিকার শীর্ষে। এখানে কোভিড পজিটিভ একদিনে ৪৬ জন। ৫ জনের প্রাণহানি হয়েছে। এখনও চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে এখানকার কোভিড গ্রাফ। এরপর কলকাতা রয়েছে। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ গত ২৪ ঘণ্টায়। পুুরুলিয়া ও কালিম্পং করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে। একদিনে দুই জেলায় আক্রান্ত যথাক্রমে ১ ও ২ জন।
রাজ্যে জারি কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও সময়সীমা কমেছে নাইট কারফিইউয়ের। শিথিল করা হয়েছে আরও নানা বিধি। রাজ্যের ১০৮ পুরসভায় সামনেই ভোট। এই বিধিনিষেধ জারি থাকছে তার আগে সাবধানতা অবলম্বনের জন্য।