Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রায় পাঁচ মাস পর দেশে সর্বনিন্ম করোনা সংক্রমন, তৃতীয় ঢেউয়ের আগে বড় স্বস্তি

১৪৭ দিন পর দেশের করোনা গ্রাফ ছুল সর্বনিম্ন সূচক। তৃতীয় ঢেউ এড়িয়ে যাওয়া সম্ভব হবে না আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা। কিন্তু গত ১ মাস ধরে দ্বিতীয় ঢেউয়ের দাপট কমে এলেও প্রতিনিয়ত অল্প অল্প করে মাথা চাড়া দিচ্ছিল সংক্রমন। কিন্তু আজ মঙ্গলবারের করোনা গ্রাফে মিলল বড় স্বস্তি। দীর্ঘ প্রায় পাঁচ মাস পর সর্বনিন্ম সূচক ছুল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের করোনা তথ্য বলছে গত এক দিনে ভারতে দৈনিক সংক্রমন কমেছে ২০ শতাংশের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। গতকাল অর্থাৎ সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। তার আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭০ জন। শনিবার দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান দেশে ৪৪ হাজার ৬৪৮ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কমবেশি এর আগের দিনের মতোই। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বুধবারের পরিসংখ্যান বলছে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৬২৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন।

Covid update India

গত ২৪ ঘন্টায় হ্রাস পেল করোনায় একদিনে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। তার আগের দিন সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। রবিবার দেশে করোনায় মারা গেছেন ৪৯১ জন। শনিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৭ জন। শুক্রবার করোনার কারণে মৃত্যু হয়েছে ৪৬৪ জনের। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৩ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার দেশে করোনার কারণে মারা গিয়েছিলেন ৫৬২ জন। তার আগের ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৪২২ জন। তার আগের দিন সোমবারও মারা গিয়েছিলেন ৪২২ জন। এই নিয়ে দেশে করোনা ভাইরাসের মোট বলি ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েচেন ৪১ হাজার ৫১১ জন। সোমবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন। এর আগের দিন রবিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। শনিবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। এর আগের দিন শুক্রবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৯৬ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছিল সেই দিন করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭২৬ জন। বুধবার সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৬৬৮ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ৩৮ হাজার ৮৮৭ জন। তার আগের দিন মানে সোমবার সুস্থ হয়েছিলেন ৩৬ হাজার ৯৪৬ জন। এখনও পর্যন্ত করোনা ভাইরাস কে প্রতিহত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন।

ভারতের বর্তমান অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ্ ৬৮ হাজার ৫০৮ জন। এক লাফে অনেকটাই কমলো দেশের করোনা অ্যাক্টিভ কেস।

Related posts

৭১ বছরের বৃদ্ধের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ২৫ বছরের তরুণী! কারণ শুনলে অবাক হবেন?

News Desk

নিজের নিরপরাধ মেয়েকে খুন করলো বাবা, সঙ্গ দিল মা ও… কারণটা বেশ ভয়াবহ

News Desk

ভয়াবহ! ফ্রিজে রাখা রেস্তোরাঁর খাবার খেয়ে বাদ দিতে হল পা, কোনো মতে বাঁচলো ছাত্রের প্রান

News Desk