Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনের গ্রাফ, বাড়লো মৃত্যুও

উদ্বেগ বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বাড়লো মৃতের সংখ্যাও। দুদিন আগেই তা গত পাঁচ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪০১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৫ হাজার ১৭৮ জন। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। এর আগের দিনের অর্থাৎ সোমবারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। তার আগের দিন অর্থাৎ রবিবার যা ছিল ৩৬ হাজার ৮৩ জন। এর আগের দিন শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার ৬৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার দেশে সংক্রমিত হয়েছে ৪০ হাজার ১২০ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ২২ হাজার ২৫৮ জন।

Covid Kappa strain causing threat in india

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে মৃত্যুর সংখ্যা ৫৩০। গতকাল অর্থাৎ বুধবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটা ছিল ৪৪০। এর আগের দিন মঙ্গলবারের তথ্য বলছে মারা গেছেন ৪৩৭ জন। এর আগের দিন অর্থাৎ সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৭ জন। রবিবার এই সংখ্যা ছিল ৪৯৩ জন। শনিবার দেশে মারা গেছিলেন ৪৭৮ জন। শুক্রবার মারা গেছেন ৫৮৫ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন।

বৃহস্পতিবারের প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় করোনা কে প্রতিহত করে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১৫৭ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। তার আগের দিন মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৮৩০ জন। সোমবার সুস্থ হয়েছিলেন ৩৫ হাজার ৯০৯ জন। এর আগের দিন অর্থাৎ রবিবারের রিপোর্ট বলছে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। শুক্রবার দেশে করোনা কে হারিয়েছেন ৪২ হাজার ২৯৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, দেশে এখনও অবধি সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫২ শতাংশ।

বর্তমানে চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ১২৯ জন।

Related posts

মর্মান্তিক! মাঝ আকাশে মার্কিন বিমান থেকে খসে ছিন্নভিন্ন হয়ে গেলেন তরুণ আফগান ফুটবলার

News Desk

ব্যাঙ্কের শাখায় টাকা জমা দিতে গিয়েছিলেন স্ত্রী! আচমকাই কাস্তে নিয়ে সেখানে হাজির স্বামী

News Desk

বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর!! সোশ্যাল মিডিয়ায় কি জানালেন আলিয়া ভাট?

News Desk