করোনার তৃতীয় ঢেউ আঘাত হানবে এমন আশঙ্কা ছিল অনেকদিন ধরেই। এর মাঝেই আবারও রোজই একটু একটু করে বাড়ছে দেশের রোজকার নতুন করে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও আবারও বাড়ল দেশের করোনা সংক্রমন। সাথেসাথে বাড়লো করোনা অ্যাকটিভ কেসও। সংক্রমণ ঠেকাতে দেশে করোনা টিকাকরনের উপর জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল করোনা ভ্যাকসিন দেওয়ায় নতুন এক রেকর্ড স্থাপন করল ভারত। একদিনে টিকা পেলেন এক কোটিরও বেশি মানুষ। প্রশংসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৫৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪ হাজার ৬৫৮ জন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এক দিনে সংক্রমিত হয়েছিলেন ৩৭ হাজার ৫৯৩ জন। এর আগের দিন মঙ্গলবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২৫ হাজার ৪৬৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭।
গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসে দেশে প্রাণ হারালেন ৫০৯ জন। গতকাল অর্থাৎ শুক্রবার দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯৮ জন। এর আগের দিন মারা গেছেন ৬০৭ জন। অবশ্য আগের দিনের থেকে মৃত্যুহার কমেছে অল্প। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৪৮। মঙ্গলবার মারা গিয়েছিলেন ৩৫৪ জন। দেশে করোনার কারণে এখনও অবধি মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৩৭০ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। শুক্রবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। বৃহস্পতিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। তার আগের দিন বুধবার সুস্থ হয়েছিলেন ৩৪ হাজার ১৬৯ জন। মঙ্গলবার দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন। এই নিয়ে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৮ লক্ষ ৫২ হাজার ৮০২ জন।
২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন। ভারতে এখনও পর্যন্ত ৬২ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।