ভারতের স্বাধীনতা দিবসের দিন দেশের করোনা পরিসংখ্যান দিল সাময়িক সস্তি। টানা কিছুদিনে করোনা গ্রাফের ঊর্ধ্বগতির পর ১৫ই আগস্ট এর করোনা তথ্য বলছে দেশে নতুন করে সংক্রমনের সংখ্যা আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। পাশাপাশি আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লা থেকে নিজের ভাষণে দেশবাসীর কাছে টিকা নিয়ে বড় দাবী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভাষণে দাবি করেছেন, ভারত করোনা টিকাকরণের ক্ষেত্রে আত্মনির্ভর। প্রধানমন্ত্রীর বলেন, ভারতীয় বিজ্ঞানীদের চেষ্টায় নিজেদের দেশে টিকা প্রস্তুত করা হয়েছিল বলেই, দেশের মানুষের কাছে দ্রুত এত বেশি সংখ্যক করোনার টিকার ডোজ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। সেটা যদি না হত অন্য দেশের প্রদেয় টিকার উপর বছরের পর বছর ধরে টিকাকরনের জন্যে নির্ভর করে থাকতে হত ভারতকে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ভারতে ৫৪ কোটির বেশি মানুষ করোনা ভাইরাসের টিকা পেয়েছেন। আগামীদিনে দেশে করোনা টিকাকরণের গতি আরও বাড়বে বিলে আশ্বাস প্রধানমন্ত্রীর।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৬ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার ৬৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার দেশে সংক্রমিত হয়েছে ৪০ হাজার ১২০ জন।বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৪১ হাজার ১৯৫ জন। এর আগের দিন বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিল ৩৮ হাজার ৩৫৩ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হলেন
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে আজ এই করোনা ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৩ জন। শনিবার দেশে মারা গেছিলেন ৪৭৮ জন। শুক্রবার মারা গেছেন ৫৮৫ জন। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন৷ এর আগের দিন বুধবার দেশে করোনায় মারা গেছেন ৪৯৭ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ২২৫ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৬ জন। হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। শুক্রবার দেশে করোনা কে হারিয়েছেন ৪২ হাজার ২৯৫। এর আগের ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৯ জন। বুধবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩ জন। মঙ্গলবার দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫১১ জন। এই নিয়ে দেশে করোনা কে হারিয়ে মোট সুস্থ হলেন ৩ কোটি ১৩ লক্ষ ৭৬ হাজার ১৫ জন।