দেশে অব্যাহত করোনা গ্রাফের ওঠা পড়া জারি আছে। একদিন যদি নতুন করে করোনা সংক্রমণ একটু কমে দুদিন যেতে না যেতেই সেই সংক্রমনের হার আবার একলাফে অনেকখানি বেড়ে যাচ্ছে। তাই সস্তি মিলছেই না। যেমন গত ২৪ ঘণ্টায় যেমন নতুন করে করোনা আক্রান্ত ও করোনায় মৃতের সংখ্যা কমলো সামান্য। তবে বেড়ে গেল করোনা অ্যাক্টিভ কেস ।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৮ হাজার ৬৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার দেশে সংক্রমিত হয়েছে ৪০ হাজার ১২০ জন।বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৪১ হাজার ১৯৫ জন। এর আগের দিন বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিল ৩৮ হাজার ৩৫৩ জন। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। তার আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭০ জন।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে করোনা ভাইরাসে প্রাণ হারালেন ৪৭৮ জন। শুক্রবার মারা গেছেন ৫৮৫ জন। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন৷ এর আগের দিন বুধবার দেশে করোনায় মারা গেছেন ৪৯৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনার কারণে মারা গেছেন ৩৭৩ জন। তার আগের দিন সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। রবিবার দেশে করোনায় মারা গেছেন ৪৯১ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের।
২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ গ্রাফ নামলেও বাড়ল করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩ জন। তবে সাথে সাথে বজায় আছে সুস্থতা পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন।