সারা বিশ্বে এই মুহূর্তে করোনা আক্রান্ত বহু মানুষ। ভারতে সংক্রমনের সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে।
এই দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জনের। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লক ডাউনের পথে হাঁটছে ভারতের বেশিরভাগ অঞ্চলই। এমনকি কম বেশি লকডাউনের পথে হাঁটছে আমেরিকা, ইতালি, স্পেন, ভারত-সহ সারা বিশ্বের বহু দেশ।
কিন্তু করোনা সংক্রমন ঘিরে এরই মধ্যে সামনে এসেছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য যা ঘিরে কৌতুহল জন্মেছে। সারা বিশ্বের পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট আক্রান্ত ও মৃতদের মধ্যে পুরুষদের সংখ্যাই বেশি! মহিলা বেশ কিছুটা কম আক্রান্ত এবং মৃতের নিরিখে। বিষয়টি লক্ষে আসতেই কারণ খুঁজতে গবেষণা শুরু করেছিলেন সারা পৃথিবীর বিজ্ঞানীরা।
গবেষণায় সামনে উঠে এসেছে এমন এক তথ্য যা আপনি পুরুষ হলে আপনার মনে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলবে। পরীক্ষা করে দেখা গেছে সেক্স হরমোন টেস্টোস্টেরনের জন্য করোনা ভাইরাস বেশি সংক্রমিত করতে পারছে পুরুষদের। সাথে সাথে আরও দেখা গেছে করোনা ভাইরাসে সংক্রমিত যে সমস্ত পুরুষের দেহে টেস্টোস্টেরনের মাত্রা কম তাঁদের শরীরে বেশি জটিল হচ্ছে করোনা সংক্রমন। তুলনায় যাঁদের শরীরে এই যৌন হরমোনের পরিমাণ বেশি থাকে, করোনা সেভাবে তাদের কোনও ভাবে প্রভাব বিস্তার করতে পারছে না।
এই গবেষণাটি সেন্ট লুইসের বার্নিস ও জইশ হাসপাতালের করোনা সংক্রমিত রোগীদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৬২ জন মহিলার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রক্তে উপস্থিত যৌণ হরমোনের মাত্রা মেপে দেখা হয়। প্রথমবার ব্লাড সম্পেল সংগ্রসের ৩, ৭, ১৪ এবং ২৮ দিন পর পরীক্ষকরা আবারও তাঁদের রক্ত সংগ্রহ করে দেহে উপস্থিত হরমোনের মাত্রা খতিয়ে দেখেন। গবেষনা করে পরীক্ষকরা জানান পুরুষ দেহে টেস্টোস্টেরনের উপস্থিতিই কোভিড সংক্রমনের সঙ্গে সম্পর্কযুক্ত, এই ব্যাপারে তারা নিশ্চিত।