পাকিস্তানেও ভারতের মত একই ছবি। ইসলামবাদ এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, গরমিল রয়েছে WHO-এর তথ্য সংগ্রহ প্রক্রিয়ায়। সম্প্রতি নয়াদিল্লি থেকেও একই অভিযোগ ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য প্রকাশ করেছে , তা থেকে জানা যাচ্ছে যে করোনা (Corona Virus) সংক্রমণ বা মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যানের যে তথ্য দিয়েছে বিভিন্ন দেশের তরফ থেকে তা একেবারে ভুয়ো। তাদের মতে , বছর দুয়েক ধরে বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে অথবা অতিমারীর (Pandemic) প্রভাবে। যা অনেক টাই বেশি দক্ষিণ পূর্ব এশিয়া, আমেরিকা, ইউরোপের দেশগুলির দেওয়া তথ্যের থেকে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবীকে একেবারে উড়িয়েই দিয়েছে একেবারে। এবার সেই দেশ গুলির মধ্যে পাকিস্তানও সামিল হয়েছে।
ইসলামাবাদের তরফে পাঠানো তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লক্ষ মানুষ পাকিস্তানে করোনায় আক্রান্ত এবং মোট মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৩৬৯ জন। কিন্তু WHO অন্য কথা বলছে পাকিস্তানে করোনা (COVID-19) আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬০ হাজার জনের। যদিও পাকিস্তান প্রশাসন এই তথ্য কোনোমতেই মানতে রাজি নয়। স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল জানিয়েছেন, “এই WHO এর দাবী সম্পূর্ণ ভিত্তিহীন। করোনায় মৃত্যুর তথ্য আমরা সশরীরে সংগ্রহ করেছি। গরমিল যদি থেকেও তা একশো দুশো এদিক ওদিক হতে পারে। কিন্তু এই রকম পার্থক্য হতেই পারে না।”
পাকিস্তানের মন্ত্রী আরও জানান যে , পাক সরকার হাসপাতাল, সমাধিস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। গরমিল রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য সংগ্রহের প্রক্রিয়ায় বলেও অভিযোগ পাক স্বাস্থ্যমন্ত্রীর। পাকিস্তান থেকে, WHO-এর তথ্য প্রত্যাখ্যান করে লিখিতভাবে জানিয়েও দিয়েছে।
প্রসঙ্গত, বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী আগস্ট ২০২০-তে অর্থাৎ যে সময় করোনার কারণে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছিল দেশে মৃত্যুর সংখ্যা সেই সময় ছিল ৬২ হাজার। কিন্তু মৃত্যুর হার বাড়তে থাকে সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় ঢেউয়ের সময়, অর্থাৎ গত বছর এপ্রিল, জুন মাসে তা ২৭ লক্ষে গিয়ে দাঁড়ায়। অবশ্য এই দাবি মানেনি ভারত।