Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নতুন প্রজাতি ঘিরে আশঙ্কার মধ্যেই কমলো দেশের দৈনিক সংক্রমন, উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যায়

করোনা সংক্রমনে নাকি ভারত মোট মৃতের সংখ্যায় কারচুপি করেছে। গোটাবিশ্বের মধ্যে নাকি ভারতেই সব থেকে বেশি মৃত্যু হয়েছে কোরোনায়। এমনটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO’র অপ্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে। আর যখন বিশ্বের অনেক দেশে এই রিপোর্ট ঘিরে চর্চা চলছে ঠিক সে সময় বড়সড় স্বস্তি মিলল দেশের দৈনিক করোনা পরিসংখ্যানে। কমতে কমতে এবার দৈনিক সংক্রমণ নেমে গেলো হাজারের মধ্যে। কোরোনায় দৈনিক মৃতের সংখ্যাও নীচের দিকেই।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬ জন। বেশ কয়েক মাসের মধ্যের রিপোর্টে যা সবথেকে কম। পাশাপাশি দেশের করোনা অ্যাকটিভ কেসও বেশ নিম্নমুখী। করোনা রোগীর সক্রিয় সংখ্যা এতটাই কমে গেছে যে এখন ভারতে তা কমে হয়েছে ১৩ হাজার ১৩ জন। দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৩ শতাংশ। যদিও এখনও করোনার জন্য সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ঘন্টায় দেশে ৮১জনের প্রাণ গেছে করোনার কারণে। গতদিনের তুলনায় এই সংখ্যাটা বেশিই। ফলে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ৩৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৭ জন। এখনও সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৪ কোটি ৬৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ লক্ষের বেশি মানুষ গতকাল ভ্যাকসিন পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৪৫৯ জন। প্রায় ৯৯ শতাংশই তার মধ্যে করোনা মুক্ত হয়ে গিয়েছেন। রাজ্যের পরিসংখ্যান বলছে, একদিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬৯ জন। বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ৬৬১ মানুষ এখনও পর্যন্ত ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। রাজ্যে করোনায় গত ২৪ ঘণ্টাতেও কারও প্রাণ যায়নি। টানা ১১ দিন এই নিয়ে মৃত্যুশূন্য বাংলা।

Related posts

হোটেলে বান্ধবীর সঙ্গে সঙ্গম চলাকালীন হঠাৎই সংজ্ঞাহীন ৬১ বছরের বৃদ্ধ! ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

News Desk

মেদ কমাতে প্লাস্টিক সার্জারি! মাত্র ২১ বছর বয়সেই মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন অভিনেত্রী

News Desk

আবারও করোনা সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা! সামান্য ভুলেই হতে পারে মারাত্মক পরিনাম

News Desk