Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারো চিন্তায় ফেলেছে দেশের করোনা পরিস্থিতি দৈনিক সংক্রমণের সাথে-সাথে আরো একটি কেস

গতকালের তুলনায় আজকের করোনা পরিসংখ্যাণ বেশ কিছুটা কমলো । যদিও শুক্রবারেও ঊর্ধ্বমুখী রয়েছে । পাশাপাশি অ্যাক্টিভ কেস উর্দ্ধমুখী রয়েছে। সবথেকে বেশি চিন্তার যেটা তা হল পজিটিভিটি রেট । এদিনের মোট পরিসংখ্যান আরো চিন্তা বাড়িয়ে দিচ্ছে ।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০ জন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা বেশি । আবারো আক্রান্তের হিসেবে সব থেকে এগিয়ে কেরল গোটা দেশের মধ্যে । মহারাষ্ট্র তামিলনাড়ুর অবস্থা নতুন করে চিন্তা বাড়াচ্ছে । চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। দেশের পজিটিভিটি রেট গত ২৪ ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ৩.৪০ শতাংশ।

দেশে করোনার অ্যাকটিভ কেস বর্তমানে ১ লক্ষ ৭ হাজার ১৮৯ জন। যা ২ হাজার ৬৩৪ জন বেশি গতকালের থেকে। দেশে অ্যাকটিভ কেসের ০.২৫ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ২৩ জন। এই আগের দিনের থেকে সংখ্যাটা অবশ্য খানিকটা কম। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জন।

সুস্থতার হার কমে ৯৮.৫৫ শতাংশ দাঁড়িয়েছে। পরিস্থিতি খারাপ তাই আবারও কেন্দ্র নিজের অবতারে নেমেছে। ফের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে বিদেশ থেকে আসা যাত্রীদের উপর। জোর দেওয়া হচ্ছে উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায়।

Related posts

দুই বোনের দুই ছেলে একসাথে মাসতুতো ভাই আর যমজ ভাইও, কিভাবে এমন অদ্ভুত সম্পর্ক তৈরি হল

News Desk

বিশ্বের বিভিন্ন অংশে ৬ ঘণ্টা ব্যাহত ফেসবুক, জুকারবার্গের ক্ষতি হল ৫০ হাজার কোটির বেশি টাকা!

News Desk

দেশে টিকা পেয়েছেন প্রায় ১০০ শতাংশ , তাও ডেল্টা প্রজাতির ভয়ে কাঁপছে কেন ইজরায়েল

News Desk