ক্রমাগত কমতে থাকলেও ফের পর পর দুই দিন বাড়লো করোনা ভাইরাসের দৈনিক সংক্রমন। উদ্বেগে রাখছে সাম্প্রতিক দেশের করোনার গ্রাফ। দেশ জুড়ে নানান রাজ্যে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। তাতেই কি ফের গ্রাফ ঊর্ধ্বমুখী? ২ দিন লাগাতার ৫০ হাজার টপকে গেলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এর আগের দিন অর্থাৎ বুধবার করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছিলেন ৫০,৮৪৮ জন। এই নতুন ৫৪ হাজার ৬৯ জন করোনা আক্রান্ত কে নিয়ে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জনে।
তবে সস্তিতে রাখছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ১ হাজার ৩২১ জন। এই নিয়ে দেশে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯১ হাজার ৯৮১ জনের।
এমন পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনা মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত । এই নিয়ে দেশে মোট করোনা মুক্ত হলেন ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০ জন মানুষ।
দেশের মোট করোনা অ্যাক্টিভ কেস বর্তমানে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭ জন।
মনে করা হচ্ছে তৃতীয় ঢেউ অনিবার্য আসতে চলেছে। তার থেকে দেশ কে সুরক্ষিত করতে চলছে দ্রুত টিকাকরনের কাজ। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশনের পর দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩০,১৬,২৬,০২৮ জনকে।