Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১ দিনে দেশে অল্প বাড়ল করোনা দৈনিক সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু

আস্তে আস্তে করোনার ভয়াল দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। সস্তি জাগিয়ে খুব একটা বাড়েনি দৈনিক করোনা সংক্রমনের গ্রাফ। গতকালের থেকে সামান্য বাড়লেও ষাট হাজারের গন্ডিতেই রয়েছে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ বুধবার দেশের করোনায় দৈনিক আক্রান্তের গ্রাফ সামান্য উঠলেও কমেছে দৈনিক মৃত্যু সংখ্যা। কড়া লকডাউন , সামাজিক দুরত্ব বিধি মেনে চলা , টীকা করণ সব কিছুরই সুফল হাতে নাতে মিলছে। দ্বিতীয় ঢেউয়ের সর্বাধিক সংক্রমনের সময় পার করে এসেছে দেশ , এমনটাই আশা দেশবাসীর।

how Covid 19 the virus was named

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। যা গতকাল ছিল ৬০ হাজার ৪৭১ জন। এই নিয়ে পর পর ৯ দিন লাগাতার লাখের নিচেই রইলো নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও। এই নতুন ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত কে নিয়ে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১০৫ জনে।

দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও আড়াই হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ২ হাজার ৫৪২ জন। এই নিয়ে দেশে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।

দৈনিক সংক্রমন কম হওয়ায় আশা জাগাচ্ছে পরিস্থিতি , দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। আস্তে আস্তে কমছে দেশের অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা। দেশে বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে নয় লক্ষের নিচে দাড়িয়েছে। দেশের এখন মোট অ্যাক্টিভ কেস ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জন -এ।

এরই মধ্যে ভারতে এই মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ১০০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেলেন ১ লক্ষ ৭ হাজার ৬২৮ জন। দেশে সুস্থতার হার বেড়েছে।

এই যাবৎ দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ জন।

Related posts

একই সঙ্গে আলাদা দু’জনের সন্তান গর্ভে ধারণ করতে পারবেন, দাবি মহিলার! কিভাবে সম্ভব

News Desk

মাস গেলে ৭০ হাজার বেতন পায়! এদিকে ১ লাইন রিডিং পড়তেও পারেন না সরকারি শিক্ষিকা, রইল ভাইরাল ভিডিও

News Desk

রামায়ণের যুগ থেকে আজও এই ৪ জন সীতার অভিশাপ বয়ে বেড়াচ্ছে পৃথিবীতে! চারজন‌ কে কে?

News Desk