আবারও ভারতে চোখ রাঙাচ্ছে করোনা। দৈনিক করোনা গ্রাফের ঊর্ধ্বমুখী সূচকে চিন্তার ভাঁজ ধরাচ্ছে হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। পরপর দুদিন বড়সড় হারে বৃদ্ধি পেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল অর্থাৎ বুধবার দিন ভারতে করোনা পরিসংখ্যান বলেছিল ২৪ ঘণ্টায় সংক্রমিত বেড়েছিল ২৪ শতাংশ। বৃহস্পতিবার আবারও এক ধাক্কায় সেটা বাড়ল ২৬ শতাংশ। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী গত দু’দিনে দৈনিক কেস বেড়েছে হাজারের কাছাকাছি। সাথে সাথেই চড়চড়িয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬২৮ জন। যা গতকালের চেয়ে ২৬ শতাংশ বেশি। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১৪। যা গতকালের থেকে কিছুটা বেশি। দেশে সক্রিয় রোগীর হার আপাতত ০.০৪ শতাংশ। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। যা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনার করাল গ্রাসে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৫২৫ জন।
করোনার নতুন করে রোজকার সংক্রমিত হওয়ার সংখ্যা উদ্বেগ বাড়ালেও দেশে সুস্থতার হার স্বস্তি দিচ্ছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ভারতে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৪ হাজার ৮৮১ জন। এর ভেতরে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ২ হাজার ১৬৭ জন। ভারতের সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত ভারতে ১৯২ কোটি ৮২ লক্ষের বেশি ডোজ করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল করোনা টিকা দেওয়া হয়েছে ১৩ লক্ষের বেশি মানুষকে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড টেস্ট করা হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৮১ জনের।