Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তামিনাড়ুতে খোঁজ মিলল করোনার নয়া প্রজাতির, এক ধাক্কায় বাড়লো দৈনিক মৃত্যু

যেন কোনোমতেই করোনা থেকে মুক্তি মিলছে না। যেই মুহূর্তে মনে হল করোনা থেকে মুক্তি হয়েছে আর করোনা বিধিনিষেধও উঠে গেছে, সেই সময় তামিলনাড়ুতে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলল। তামিলনাড়ু প্রশাসন জানিয়েছে , ওমিক্রনের BA.4 ভ্যারিয়েন্টে সেরাজ্যের এক মহিলা আক্রান্ত হয়েছেন। অতীতের ওমিক্রনের সমস্ত ভ্যারিয়েন্টের তুলনায় এই ভ্যারিয়েন্ট আলাদা। অবশ্য ওই মহিলা সুস্থ হয়েছে গিয়েছে। আর দেশের মোট সংক্রমনেও তেমন কিছু নেই।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে জানা যায় যে, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৬ জন গত ২৪ ঘণ্টায়। যা আগের দিনের মতোই কমবেশি। বর্তমানে দেশে ১৪ হাজার ৯৫৫ জন করোনার অ্যাকটিভ কেস। গতদিনের থেকে যা সামান্য কম। আপাতত ০.০৩ শতাংশ দেশে অ্যাকটিভ কেসের হার। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে , করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ৬৫ জন। এই মৃত্যু হার কিন্তু আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন ভাবে চিন্তা বাড়াচ্ছে এই মৃত্যুর সংখ্যা বৃদ্ধিটাই। এখনও পর্যন্ত দেশে কোভিডে ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ জন মোট মৃতের সংখ্যা।

দৈনিক করোনা সংক্রমণ যতই চিন্তায় রাখুক সুস্থতার দিক থেকে অনেকটাই স্বস্তি মিলেছে দেশে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯৭ হাজার ৩ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে শেষ ২৪ ঘন্টায় কোভিড থেকে সেরে ওঠার সংখ্যাটা হল ২ হাজার ২০২ জন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে , দেশে ১৯২ কোটি ২৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। গতকাল ভ্যাকসিন পেয়েছেন এর মধ্যে ১৪ লক্ষের বেশি। দেশে করোনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৪২ হাজার ৬৮১ জন। কিন্তু যতই করোনার পরিসংখ্যান কম থাকুক, করোনা থেকে সম্পূর্ণ মুক্তি কিন্তু এখনও মেলেনি আর এই কারণেই বার বার বলা হয় যে করোনা বিধিনিষেধ মানতে।

Related posts

কমলো করোনার অ্যাকটিভ কেস, যদিও ৫ রাজ্যের সংক্রমণের হার চিন্তায় রাখছে

News Desk

পায়ে চোট নিয়েই কি কোপার শিরোপা জিতলেন মেসি , জানালেন আর্জেন্টিনার কোচ

News Desk

ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন দেশে! আগামী ১ মাস এই শহরে জারি ১৪৪ ধারা

News Desk