Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

জুন থেকে অক্টোবর পর্যন্ত দাপট চালাবে স্টিলথ ওমিক্রণ! ধেয়ে আসছে করোনার চতুর্থ ঢেউ!

করোনার চতুর্থ ঢেউ আসছেই ভারতে। আরও বলা যায় আগামী জুন মাসেই আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ। অন্ততঃ করোনা বিশেষজ্ঞরা তাই জানিয়েছে। তবে কি stealth omicron এর কারণেই এই চতুর্থ ঢেউয়ের আগমন? কিন্তু এখন প্রশ্ন হল কতদিন চলবে এই ঢেউ?

আবারও করোনার ত্রাস ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। বিশ্বের একাধিক দেশ ওমিক্রনের জ্বালায় জর্জরিত হয়ে গেছে। নিমেষের মধ্যে করোনা বেড়েই চলেছে চীন, ইউরোপ ও আমেরিকায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন এই stealth omicron এর কারণেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতে তৃতীয় ঢেউয়ের আগমন হয়েছিল ওমিক্রনের কারণেই। এই স্টিলথ ওমিক্রনের কারণেই এখন চতুর্থ ঢেউ আসতে চলেছে। BA.2 বলে জানানো হচ্ছিল এই স্টিলথ ওমিক্রনকেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী জুন মাসের মধ্যেই আছড়ে পড়বে। কোভিডের সংক্রমণ ফের শিখর ছোঁবে জুন এবং জুলাই মাসে। অর্থাৎ সংক্রমণের গ্রাফ লাফিয়ে বাড়বে এই সময়ের মধ্যেই। আগামী অক্টবর মাস পর্যন্তই চলবে এই চতুর্থ ঢেউ। অর্থাৎ অক্টোবর পর্যন্ত স্টিলথ ওমিক্রন দাপট দেখাবে।

গবেষকরা বলছেন, কতটা ভয়াবহ হবে করোনার এই নতুন রূপ তা নির্ভর করবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের চরিত্রের উপর। এবার এই স্টিলথ ওমিক্রন কতটা সংক্রামক তার উপর করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের ভয়াবহতা নির্ভর করবে। করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব বিস্তারের বিষয়টি নির্ভরশীল দেশের কত মানুষ টিকা পেয়েছে তার উপরেও। কত মানুষ টিকার বুস্টার ডোজ পেল, ভাইরাসের ভয়াবহতা বা চতুর্থ ঢেউয়ের ভয়াবহতা নির্ভর করতে পারে তার উপরেও বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

IIT কানপুরের বিশেষজ্ঞরা এর আগে জানিয়েছিলেন, করোনার চতুর্থ ঢেউ আসলে কমপক্ষে মাস চারেক থাকবেই। করোনা সংক্রমণের গ্রাফ চূড়ায় থাকবে অগাস্ট মাসের ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত। এরপর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে। এই নিয়ে করোনার কোনও ঢেউয়ের আগমণ নিয়ে তৃতীয়বার সতর্ক করল IIT কানপুর। তাঁরা যে ভবিষ্যৎবাণী করেছিল দেশে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে তা একপ্রকার মিলে গিয়েছিল।

Related posts

৮ মাস পর বিবাহ বিচ্ছেদের বিষয়ে নীরবতা ভাঙলেন আমির খান! জানালেন আসল কারণ

News Desk

ঘন ঘন কফির আবদারে সংসারে অশান্তি। স্বামীর ‘ওয়ার্ক ফ্রম হোম’ বন্ধ করার অনুরোধ জানিয়ে বসকে চিঠি স্ত্রীর

News Desk

ঘাড়ের ট্যাটু নজরে পড়তেই চক্ষু চড়কগাছ পুলিশের। সঙ্গে সঙ্গেই তুলে নিয়ে গেল জেলে

News Desk