Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

গর্ভধারণের জন্য কন্ডোম ছাড়া সেক্স করতে শুরু করলেন দম্পতি! সম্মুখীন হলেন অদ্ভুত সমস্যার

সন্তান নেওয়া এক দুর্দান্ত অভিজ্ঞতা যে কোনও দম্পতির জন্য৷ কিন্তু শুধু ইচ্ছা থাকলেও যদি কোনও ভাবে বাধাপ্রাপ্ত হন তাহলে মন ভেঙে যেতে পারে৷ এরকমই এক দম্পতির সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও বাধাপ্রাপ্ত হওয়ার পরও বিশেষজ্ঞরা সাহায্য করে বিরাট অবদান রেখেছেন এখানে৷

এই দম্পতির নাম ইয়ানা ও নিকো, তারা সন্তান নেওয়ার কথা ভাবছিলেন৷ কিন্তু তারা হসপিটালের প্রসূতি বিভাগে না গিয়ে দ্বারস্থ হতে হয়েছে প্রফেসর ইয়োহানেস রিঙের৷ যদিও তিনি এলার্জি বিশেষজ্ঞ ডাক্তার তবুও এই দম্পতির বিশেষ সমস্যা বুঝতে তার বেশ কয়েক মাস বেগ পেতে হয়েছিল৷ এই দম্পতি এক নির্দিষ্ট সময় পর্যন্ত কন্ডোমের ব্যবহার করতেন সেক্স এর সোনায় গর্ভনিরোধক হিসেবে ৷ বিগত বছর চারেক কোনও সমস্যা হয়নি তাদের৷ এরপর সন্তান নেবেন মনে করলেন আর চেষ্টা শুরু করলেন৷

বছর ২৭ এর ইয়ানা সেক্সের সময় কনডম ব্যবহার না করার কারণে প্রবল চুলকানি, ত্বকে ফুসকুড়ি ও শ্বাসকষ্টে ভুগতে লাগলেন৷ ডাক্তারের কাছে এ এক অদ্ভুত ও রহস্যজনক সমস্যা৷ তাই নিকো মন থেকে খুব ভেঙে পড়েন৷ প্রথমে তিনি ভেবেছিলেন যে এই এলার্জির কারণ হিসেবে তার ঘাম বা পারফিউম এর কথা ভেবেছিলেন৷

তারা সমস্ত সমস্যার কথা জানালেন ইয়োহানেস রিঙের কাছে ৷ এমনকি এও বললেন যে, তাদের ব্যাঙ্গ বিদ্রুপও শুনতে হয়েছে৷ ইয়ানা বলেন যে তার সব থেকে কষ্টকর ও খারাপ পরিস্থিতি ছিল চুলকানি ও শ্বাসকষ্ট৷ মিলনের পর বেশ ঘন্টা খানেক শ্বাসকষ্ট থাকতো তার।

প্রথমে ইয়োহানেস রিং এমন কিছু জিনিস সন্দেহ করেছিলেন, যে এটা নিশ্চই কোনও সংক্রমণের কারণে ঘটছে৷ কিন্তু তার রক্ত পরীক্ষা করা হলেও সেখানে কিছু পাওয়া গেল না৷ তখন অ্যালার্জির সন্দেহই তীব্র হল কোনও সুগন্ধির কারণে৷ সামান্য পরিমাণ খাদ্য বা ওষুধের অবশিষ্ট অংশ নিয়েও শরীরের তরল অংশে সংশয় ছিল৷

পরীক্ষাও করা হল, কিন্তু কোনও প্রকার পদার্থের কারণে এলার্জিও ধরা পড়েনি৷ কোনও কারণই খুঁজে পেলেন না ইয়োহানেস রিং৷ কিন্তু এই দিনের পর দিন হতাশার মুখে এগিয়ে যাওয়া দম্পতিকে তিনি সাহায্য করতে চাইছিলেন৷ আগের মতই সেক্সের সময় কন্ডোমের ব্যবহার শুরু করলেন তারা৷ সন্তান নেওয়ার ইচ্ছা আপাতত বন্ধ রাখলেন তারা৷

কিন্তু একটা নতুন কথা এল ইয়োহানেস রিঙের মাথায়৷ মনে হল, তিনি হয়ত সঠিক উৎসের সন্ধান করেননি অ্যালার্জির৷ পাশাপাশি তার মনে সন্দেহ দানা বাধঁতে থাকলো৷ ইয়ানার এলার্জির কারণ সম্ভবত নিকোরই বীর্য৷ কিন্তু বিশেষজ্ঞদের কাছে তখনও পর্যন্ত এমন কোনও প্রমান ছিলনা৷ এতকিছুর পরও তা কি সম্ভাব্য কারণ হতে পারে?

সেই পরীক্ষার ফল পাওয়া গেলো মাস তিনেক পর৷ পরীক্ষার ফলাফল এলে দেখা গেলো সত্যিই ইয়ানার, নিকোর বীর্য থেকে এলার্জি হচ্ছে৷ প্রফেসর রিং বলেন, ‘ ফল এসে গিয়েছে ল্যাবের টেস্টের৷ যেমনটা ভেবেছিলাম আমরা, সেটাই ঠিক৷ অ্যালার্জির কারণ বীর্যের ব্লিস্টার ফ্লুইডের মধ্যে সেমিনাল প্লাজমার উপাদানই ৷ সেইসঙ্গে আমরা শনাক্ত করতে পেরেছি পিএসএ, অর্থাৎ প্রস্টেটের নির্দিষ্ট অ্যান্টিজেনও৷’

সেই অ্যালার্জির এই প্রথম নির্দিষ্ট সংজ্ঞা স্থির হল৷ সেটাই প্রথম পদক্ষেপ দম্পতিকে সাহায্য করার পথে৷ এক ডিসেনসিটাইজেশন প্রক্রিয়ার ফলে শেষ পর্যন্ত ইয়ানার উপকার হলো৷ পুরোপুরি ভাবে অ্যালার্জি দূর হল৷ ফলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন দুজনেই৷ অবশেষে তারা সন্তান লাভ করলেন ৷

Related posts

রং নাম্বারে প্রেম, পালাতে গিয়ে জিআরপির হাতে ধরা! এরপরেই সামনে আসে নতুন তথ্য

News Desk

পুর্ণরাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে লীন লতা মঙ্গেশকরের নশ্বর দেহ, মুখাগ্নি করলেন ভাই হৃদয়নাথ!

News Desk

মাত্র ১০০০ টাকা ইনভেস্ট করে পাবেন প্রতিমাসে মোটা টাকা আয়ের সুযোগ, কীভাবে?

News Desk