Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মধু চক্র ফেঁদে বসেছিলেন দম্পতি! স্ত্রীকে দিয়ে যেভাবে ফাঁদ বিছাতেন স্বামী!

সাহারানপুর জেলায় জনকপুরি থানা পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে যারা মানুষকে মধু ফাঁদে ফেলে টাকা আদায় করত। দুজনেই অনেক মানুষকে টার্গেট করে লাখ লাখ টাকা আদায় করেছে।

পুলিশ লাইনে সংবাদ সম্মেলনের সময়, এসপি সিটি রাজেশ কুমার জানান, মহল্লা কিষাণপুরার বাসিন্দা মুকেশ জনকপুরীতে থানায় একটি রিপোর্ট দায়ের করেছিলেন এবং বলেছিলেন যে গোপালনগর নগরের অমরিক তার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিল। তিনি আমরিকের কাছে তার টাকা ফেরত চাইলে অমরিক তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। এখানে অমরিকের স্ত্রী দীপা মুকেশের সঙ্গে অশ্লীল কাজ করে। সেই সময় মুকেশের ভিডিও করা হয়।

এরপর অমরিক মুকেশকে ব্ল্যাকমেল করতে থাকে এবং তার কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ও করে। প্রতিবেদন দাখিলের পর স্বামী-স্ত্রী পলাতক হয়ে দেরাদুনে আত্মগোপনে বসবাস করছিলেন। দুজনেই দেরাদুন থেকে পুলিশের হাতে ধরা পড়েছে। এসপি সিটি জানান, এই দম্পতি অনেককে মধু ফাঁদে ফেলে অবৈধভাবে টাকা আদায় করেছেন। আগেও এমন বহুবার হয়েছে যে স্ত্রী কোন মানুষকে নিজের কথার জালে ফাঁসিয়ে এমন কাজ করেছেন। এখন তারা পুলিশের হাতে ধরা পড়েছে। তদন্ত চলছে।

Related posts

মেয়েরা যখন একা থাকে তখন গুগলে কী সার্চ করে জানেন? রিপোর্টে উঠে এসেছে আসল সত্যিটা

News Desk

5G নাকি দূষণ.. মেক্সিকোয় উড়ন্ত অবস্থায় শত শত পাখির মৃত্যু ঘিরে ধোঁয়াশা! দেখুন ভিডিও

News Desk

সর্বগ্রাসী আগুন থেকে তিন সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাবা! পরিণতি হলো মর্মান্তিক

News Desk