এবার পাওয়া গেল করোনা ভাইরাসের নমুনা নদীর জলে! গবেষকরা দাবী করলেন যে করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গুজরাটের সবরমতী নদীর জলে । শুধুমাত্র এই নদীই নয়, পাশাপাশি চান্দোলা ও কাঁকরিয়া জলাশয়ের জলেও মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। আমেদাবাদের গান্ধীনগর আইআইটি এবং ‘জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্স’ এর গবেষকরা এই নমুনা সংগ্রহ করেছেন ।
নদীর জলে এই প্রথম মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। আইআইটির অধ্যাপক মণীশ কুমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে আতঙ্কিত । তিনি জানিয়েছেন, এক বার করে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে সবরমতী নদী এবং চান্দোলা ও কাঁকরিয়া হ্রদ থেকে ২০১৯-এর ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সপ্তাহে । সর্বমোট সবরমতী থেকে ৬৯৪ ও ওই দুই সরোবর থেকে যথাক্রমে ৫৪৯ ও ৪০২টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
এবার ওই গবেষকরা দেশজুড়ে নদী ও জলাশয়গুলিতে পরীক্ষা করে দেখতে চান । তাঁদের দাবি,দীর্ঘ সময় সক্রিয় অবস্থায় থাকতে পারে ভাইরাসগুলি প্রাকৃতিক জলের উৎসে । গত এপ্রিলে দেশজুড়ে রাতারাতি পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে করোনার দ্বিতীয় প্রবাহ ঝাঁপিয়ে পড়ার পরে । এরপরই নদীতে ভাসমান করোনায় মৃত রোগীর শবদেহ ঘিরে প্রবল বিতর্ক শুরু হয় উত্তরপ্রদেশ ও বিহারে । স্থানীয় সংবাদমাধ্যমের দাবি ছিল, জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল অন্তত ১০০টি মৃতদেহ। এই সব দৃশ্য আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল খুব স্বাভাবিক ভাবেই । এবার নদীতে করোনা ভাইরাসের অস্তিত্ব কপালে ভাজ ফেলেছে গবেষক মোহলের ।
প্রসঙ্গত, গত বছর থেকে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে কীভাবে তা নিয়ে নানা আশঙ্কা দেখা গিয়েছে। কিন্তু এই ধরণের আশঙ্কা এই প্রথম ভয়াবহতা ছড়ালো।