তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ রুখতে বুধবারই লাঘু করেছেন একাধিক বিধি নিষেধ। সাথে সাথে ক্রম বর্ধমান অক্সিজেনের চাহিদাও মেটাতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, ৫ই মে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে শহরের একাধিক হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি।
এবার করোনা রুখতে রাজ্যে একগুচ্ছ নতুন বিধি নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে রাজ্যের সমস্ত হাসপাতালকে ৪০ শতাংশ শয্যা বাড়ানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে ৪০ শতাংশ বেড বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’ সাথে সাথে তিনি এও জানিয়েছেন, রাজ্যের প্রতিটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বানানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই অক্সিজেন প্ল্যান্ট তৈরির সম্পূর্ণ কাজের দায়িত্ব ভার দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরকে। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরই সমস্ত সিদ্ধান্ত নেবে। যাতে কোনো রকম লালফিতের ফাঁস এই কাজে বাধা সৃষ্টি করতে না পারে এবং কাজ দ্রুত শেষ হয় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে রাজ্যে। রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতাল গুলিতে দেখা দিয়েছে শয্যার অভাব। অনেকেই জরুরি ক্ষেত্রে শয্যা পাচ্ছেন না বলে অভিযোগ অভিযোগ আসছে। আর করোনা ছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রে চিকিৎসা করাতেও নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বেড সংখ্যা বাড়লে রাজ্যে করোনা সমস্যার কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন চিৎসক বিশেষজ্ঞরা।