Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

‘সঙ্গম’ এর অভিজ্ঞতা কেমন ছিল? জানিয়ে দেবে কন্ডোম

সঙ্গম সময়ের তৃপ্তি কতখানি এবার জানিয়ে দেবে কন্ডোম ৷ নিজের সঙ্গিনীকে তৃপ্ত করতে আপনি কতটা দক্ষ তাও বলে দেবে কন্ডোম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷

যৌন সঙ্গমের প্রতিটি মুহূর্তের আপডেট যাতে আপনি পান তার জন্যে বাজারে এসেছে স্মার্ট কন্ডোম। স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ , বা স্মার্ট লাইটের যুগে পিছিয়ে রইলো না কন্ডোমও। যৌন সঙ্গমের সময়ের কার্যকলাপের উপর বিশ্লেষণ করে এই স্মার্ট কন্ডোম জানিয়ে দেবে আসলে কেমন ছিল আপনার দক্ষতা সঙ্গমের সময় ৷ কিন্তু কিভাবে এমন করা সম্ভব হবে এই বিশ্লেষণ ৷

condom will tell about how was the sexual pleasure

ব্রিটেনের এক কন্ডোম প্রস্তুতকারকারী সংস্থা তৈরী করেছে এই স্মার্ট কন্ডোম টেকনোলজি ৷ নাম রেখেছেন আই.কন ৷ সংস্থাটি জানিয়েছে এই স্মার্ট কন্ডোমে থাকবে একটি স্মার্ট রিং ডিভাইস ৷ সেখানে লাগানো রয়েছে একটি চিপ৷ এই চিপটিতে সেক্স চলাকালীন নানা ডেটা সেভ করবে যেমন কতক্ষণ স্থায়ী হয়েছিল আপনার সঙ্গম, সেক্স করার সময় কতটা ক্যালোরি ব্যয় হচ্ছে, সেক্স করার গতি, বারবার মিলিত হওয়ার হার ইত্যাদি সমস্ত তথ্যই রেকর্ড করবে ওই চিপ৷ এরপর সেই তথ্যগুলির উপর নির্ভর করেই যন্ত্রটি জানিয়ে দেবে কেমন ছিল আপনার সঙ্গম ৷ এমনকি সেক্স করার সময় কোনও সংক্রমণ হয়েছে কিনা তাও বলে দেবে এই কন্ডোম ৷

তবে এই কন্ডোম যারা বানিয়েছেন তারা জানিয়েছে এই কন্ডোমের গর্ভনিরোধক হিসাবে ব্যাবহার করা যাবে না ৷ এর জন্য বাজার চলতি সাধারণ কন্ডোমই ব্যবহার করতে হবে ৷ তবে স্মার্ট কন্ডোম একাধিকবার ব্যবহার করা যাবে ৷ এমনকি এই স্মার্ট কন্ডোমে রয়েছে চার্জ দেয়ার ব্যাবস্থাও। একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে এই স্মার্ট কন্ডোম ৷ ওয়ারেন্টি থাকবে এক বছরের ৷ আপাতত এই স্মার্ট কন্ডোমের দাম সংস্থাটি রেখেছে মাত্র ৮০ ডলার ৷

Related posts

আমার ছেলে ড্রাগস নিতে পারে, মেয়ে নিয়ে ঘুরতে পারে’, সবেতেই আরিয়ানকে ছাড়: বলেছিলেন শাহরুখ

News Desk

১০ মিনিটে চো চো করে শেষ দেড় লিটার কোল্ডড্রিঙ্কস! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২২ বছরের যুবক

News Desk

৭০ বছর বয়সে উপভোগ করা যায় ‘সেরা’ যৌনতা! নারী না পুরুষ কে বেশি উপভোগ করে

News Desk