মোবাইল ফোন নম্বরে কল করলেই বলছে ফোন নেটওয়ার্ক সীমার বাইরে। ইন্টারনেট স্পীডও মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে ভীষণই স্লো। অথচ ডেটা আছে অনেক। নেটওয়ার্ক থাকছে না ফোনে প্রায়শঃই। এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই রয়েছে। এমন অবস্থায় আমরা অনেকেই ভাবি হয়ত সমস্যাটা আমাদের ফোনে, অথবা আমাদের টেলিকম সার্ভিস দিচ্ছে যে কোম্পানি তাদের পরিষেবায় কোনো সমস্যা আছে। কিন্তু জানেন কি? সমস্যাটা কখনো কখনো ফোনে বা আপনার টেলিকম সার্ভিস কোম্পানির পরিষেবায় নাও থাকতে পারে। সমস্যাটা হতে পারে আপনার ফোনে থাকা ছোট সেই সিম কার্ডেও। প্রযুক্তি বিশারদরা বলেন মোবাইল ফোনের সিম কার্ডে জমে যাওয়া ময়লা বা ধুলো থেকেও হতে পারে এই সমস্যা। তাই মোবাইলে নেটওয়ার্ক না মিললে বেশিরভাগ সময়ে নিয়ম মাফিক সিম পরিষ্কার করে নিলেই এই সমস্যার সমাধান হয়। কিন্তু জিনিসটা যেহেতু একটা ইলেক্ট্রনিক ডিভাইসের চিপ তাই সিম কার্ড পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে কিছু বিষয়ের। জেনে নিন কিভাবে সঠিক পদ্ধতিতে সিম কার্ডের নোংরা পরিস্কার করবেন….
প্রথমে মোবাইল ফোন সুইচ অফ করে সিম কার্ড ফোনের বাইরে বার করতে হবে। এর পর একটি পরিষ্কার কাপড়ের টুকরো নিয়ে তা অ্যালকোহলে ভিজিয়ে রেখে হালকা হাতে তা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন সিম কার্ড।
যদি কাছে পরিশুদ্ধ অ্যালকোহল না থাকে তাহলে কাপড়ের টুকরো খুব সামান্য পরিমাণে জলে ভিজিয়েও একই ভাবে সিম কার্ড পরিষ্কার করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন জল ভীষণ সামান্য হয়। শুকনো কাপড়েও মুছতে পারেন।
মোবাইলের সিম কার্ড পরিস্কার করতে হলে ব্যবহার করতে পারেন বাজার চলতি ইলেকট্রনিক ক্লিনিং স্প্রে।
সিম পরিষ্কার করতে আরেকটি উপযোগী জিনিস হল পেনসিলের দাগ মোছার ইরেজার বা যাকে চলতি ভাবে রাবার বলা হয়। এটি হাতের কাছে থাকলেও সেটি কাজে লাগাতে পারেন। ইরেজার দিয়ে সিম কার্ডের উপরে আলতো ঘষে সেটিকে পরিষ্কার করে ফেলা যায়। এ ছাড়া টুথপেস্ট দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় সিম কার্ড।
সিম পরিস্কার করে নেবার পর সিমের ট্রে তে সিম বসিয়ে ভরে নিন। তারপর ফোনের গোল্ডেন কানেক্টরগুলি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন। এরপর সিম মোবাইলে ঢুকিয়ে পাওয়ার বাটন প্রেস করে মোবাইল ফোন চালু করে দেখুন সমস্যা সমাধান হয় কিনা।অনেক সময় সিম কার্ড নোংরা হওয়া ছাড়াও মোবাইল ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে সমস্যা হওয়ার আরও একাধিক কারণ থাকতে পারে তাই এতে যদি সিম কার্ডের সমস্যা না ঠিক হয়ে যায় তবে অবশ্যই আপনাকে সার্ভিস প্রোভাইডার বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।