Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাধ্যমিক ছাড়াই ভর্তি শুরু একাদশ শ্রেণীতে !

আইসিএসই, সিবিএসই বোর্ডের মতো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বেশ কিছু বিদ্যালয়ও শুরু করে দিল একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া।

দ্বিতীয় বার ফিরে এসেছে কোভিড। নতুন ভাবে হুহু করে সংক্রমন ছড়াচ্ছে। এর ফলে বাতিল হয়ে গিয়েছে আইসিএসই-র আর সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা ছাড়াই এই দুই বোর্ডের দশম শ্রেণির পড়ুয়ারা বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে গিয়েছে। আগামী কয়েদিনের মধ্যে স্কুলগুলি একাদশ শ্রেণির অনলাইন ক্লাসও শুরু করে দেবে।

কিন্তু করোনা আবহে এখনো দশম শ্রেণির পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠেছে, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যতে কী হবে? পূর্বসূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ১ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল।  কিন্তু যদি তা সম্ভবও হয় করোনা অতিমারির মধ্যে রেজাল্ট বের করতে মাসখানেকের বেশি সময় লেগে যাবে। তার জন্যে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য হতে সময় অনেক কমে যাবে। 

এই ক্ষেত্রে শিক্ষকদের অনেকেরই মত, আইসিএসই বা সিবিএসই বোর্ড কে অনুসরণ করাই হবে বুদ্ধিমানের কাজ। মাধ্যমিক পরীক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তি হতে পারলে হাতে পড়ার সময় বেশি পাবে।

তাই সেই পথই বেছেছে বিডন স্ট্রিট এলাকার হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর দক্ষিণের নব নালন্দা স্কুল। হোলি চাইল্ড স্কুল জানিয়েছে যে তারা একাদশ শ্রেণির জন্যে প্রভিশনাল ভর্তির (আগের পরীক্ষার নম্বর দেখে) প্রক্রিয়া শুরু করেছে। ভর্তির ফর্ম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। সূচী অনুযায়ী মে মাস থেকে শুরু হবে অনলাইন ক্লাস। 

Related posts

যৌন মিলনে নারীরা তৃপ্ত কখন হয়! জেনে নিন কিভাবে বুঝবেন সঙ্গিনী অর্গাজমে পৌঁছেছেন কি না!

News Desk

ভয়ঙ্কর!! বাড়বে যৌন সক্ষমতা, তাই নিহত প্রেমিকের যৌনাঙ্গ কেটে খেলেন নরখাদক প্রেমিকা!

News Desk

রাতে স্ত্রীর মোবাইলের স্ক্রিন অন! সন্দেহের বশে গর্ভবতী স্ত্রীর সাথে ভয়ঙ্কর কান্ড ঘটালেন স্বামী

News Desk