Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বাচ্চাকে নিয়ে বাজারে এসেছিলেন মা, সাহায্যের অছিলায় শিশু নিয়ে উধাও অন্য এক মহিলা

একরত্তি বাচ্চাকে নিয়ে বাজারে এসেছিলেন মা। বাচ্চাটিকে সামলে বাজার করতে অসুবিধে হচ্ছিল দেখে তাঁকে সাহায্য করতে চেয়ে পাশের এক মহিলা বাচ্চাটিকে কোলে নেন। তারপরই হঠাৎই সেই বাচ্চাটিকে নিয়ে গায়েব হয়ে যায় সেই মহিলা। শিশু চুরির এই ঘটনায় তোলপাড় হয় হুগলির চাঁপদানি। শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় একদিন পরে উদ্ধার হয়েছে অবশ্য শিশুটি।

ঘটনাটা কী? জানা গেছে মঙ্গলবার বিকেলে নিজের দেড় মাসের শিশু সন্তানকে সাথে করে নিয়ে চাঁপদানির পলতা ঘাটে বাজার করতে এসেছিলেন বিলটুলির বাসিন্দা জুহি সাউ এবং তাঁর স্বামী অনিল কুমার সাউ। বাচ্চা নিয়ে বাজারে কেনাকাটা করার সময় ব্যাস্ত ছিলেন তখন হঠাৎই পাশে দাড়িয়ে থাকা দুই মাহিলা বাচ্চাটিকে আদর করতে থাকেন। তাদের মধ্যে এক মহিলা বাচ্চাটির মা কে বলেন, আপনি বাজার করুন আমি বাচ্চাটিকে দেখছি।

কেনাকাটার মধ্যে ব্যাস্ত হয়ে যান বাচ্চাটির ma জুহি সাউ।কেনাকাটার মধ্যেই হঠাৎ জুহি খেয়াল করেন যে ওই দুই মহিলা উধাও, সাথে গায়েব তার বাচ্চাও। ঘটনায় দিশেহারা হয়ে পড়ে বাচ্চাটির বাবা মা। খুজেঁ না পেয়ে ভেঙে পড়েন জুহি সাউ। সাথে সাথেই দৌড়ন চাঁপদানি পুলিস ফাঁড়িতে। সেখানে গিয়ে পুলিশের কাছে বিবরণ দেন গোটা ঘটনার। সাথে সাথেই তদন্তে পুলিশ নামে। দ্রুত খতিয়ে দেখে বাজারের সিসিটিভি ফুটেজ। এরপর পুলিশ বাহিনী আজ সকালে চাঁপদানির(Champdani) কলাবাগান এলাকা থেকে খুজেঁ উদ্ধার করে শিশুটিকে। পুলিশের হাতে ধরা পড়ে কুসুম রায় নামে এক মহিলা।

সেই শিশুচুরির ঘটনা কেন্দ্র করে ওই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ শিশুটি উদ্ধার হওয়ায় আশ্বস্ত হয়েছে বাবা মা। পুলিসের ভূমিকায় খুশি সকলে। ধৃত মহিলাকে চন্দননগর আদালতে তোলা হয়েছে।

Related posts

ব্রেনডেড, চলছিল অঙ্গদানের প্রস্তুতি! এমন অবস্থায় স্ত্রী ছুঁতেই আচমকা কেঁপে উঠলো ব্যক্তি

News Desk

হুগলি নদীর উপরে সাগরে টর্নেডো, আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে

News Desk

‘আমি ডাইনি নই, এসপি সাহেব’ মৃত্যু বা সঠিক বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ মহিলা

News Desk