দেশে করোনা পরিস্থিতি মারাত্মক। চারদিকে প্রিয়জন কে হারানোর হাহাকার। দেশ জুড়ে তিন লক্ষেরও বেশি পরিবারে নেমে এসেছে বিপর্যয়। বহু পরিবার কে অভিভাবক শূন্য করে দিয়েছে করোনা। এই পরিস্থিতিতে করোনার হানায় অনাথ শিশুদের সহায় মোদি সরকারের ‘ পিএম কেয়ার’ (PM Care)।
জানা যাচ্ছে করোনায় অভিভাবকহীন হয়েছে এমন শিশুদের সমস্ত দায়িত্ব কাধে তুলে নিচ্ছে মোদী সরকার। বিনামূল্যে শিক্ষা-স্বাস্থ্য, মাসে মাসে ভাতা, এককালীন ১০ লক্ষ সহ সব রকম সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে।
সম্প্রতি এক পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শুধুমাত্র এই বছরেরই করোনার দ্বিতীয় ঢেউয়ে ১লা এপ্রিল থেকে ২৫ এ মে-র মধ্যে করোনার থাবায় সারা দেশে বাবা-মা উভয়কেই হারিয়েছে মোট ৫৭৭ জন শিশু।
করোনার থাবায় যারা অনাথ হয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে একটি বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনাথ শিশু এবং স্কুল পড়ুয়াদের জন্য সরকার একটি ফিক্সড ডিপোজিট তৈরী করবে৷ পিএম কেয়ার্স ফান্ড থেকেই এর জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ হবে৷ এই সমস্ত শিশুদের বয়স ১৮ বছর হলেই উচ্চশিক্ষার জন্য তারা প্রতি মাসে ভাতা পাবে৷ আর ২৩ বছর বয়স হলে তারা এককালীন টাকা পাবে কর্ম সংস্থানের উদ্দেশ্যে৷
এছাড়াও যেসব শিশুর বয়স দশ বছরের নীচে তাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হবে৷ তারা যদি আগে থেকেই বেসরকারি স্কুলে পড়লে যাবতীয় খরচ বহন করবে পিএম কেয়ার্স ফান্ড৷ ১১ থেকে ১৮ বছর বয়সি যে সমস্ত স্কুল পড়ুয়ারা মহামারীতে নিজের বাবা-মাকে হারিয়েছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকারি আবাসিক স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হবে৷ যদি সেই সব শিশুরা পরিবারের অন্য সদস্যদের কাছে থাকতে চায়, সেক্ষেত্রেও সেই সব শিশুদের বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থাও করা হবে।
পাশাপাশি উচ্চশিক্ষার জন্য এদের ঋণ দেবে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত অভিভাবকহীন শিশুদের ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমাও বিনামূল্যে করে দেবে কেন্দ্র।
প্রসঙ্গত করোনার হানায় অনাথ শিশুদের জন্যে এগিয়ে এসেছে সুপ্রীম কোর্টও। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে করোনার আক্রান্ত হয়ে বাবা মা দুজনকেই হারিয়েছেন এমন অনাথ শিশুদের ত্রাণ ও সাহায্য দিতে হবে।