জানানো হল কবের মধ্যে টিকা মিলবে সব ভারতীয়ের। কিছুদিন আগেই রাহুল গাঁধী ভারতীয়দের টিক করণ নিয়ে প্রশ্ন উঠিয়েছিল। এবারে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে সেই প্রশ্নের মুখের মত জবাব দিলেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javdekar)। জানালেন কবের মধ্যে করোনা ভাইরাসের টিকা পাবেন প্রত্যেকটি ভারতীয়।
প্রকাশ জাভড়েকর বক্তব্য অনুযায়ী এই বছরের শেষে সব ভারতীয় টিকাপ্রাপ্ত হবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভ্যাকসিন সম্পর্কিত মন্তব্যের বিরোধিতার করতে গিয়েই এই ঘোষণা করেন তিনি। প্রকাশ জাভড়েকর বলেন, ‘রাহুল গাঁধী জির যদি দেশের টীকা করণের জন্য এতোই চিন্তা, তাহলে ওনাকে বলব কংগ্রেস শাসিত যে সব রাজ্য রয়েছে দিকে মন দিন। কংগ্রেস শাসিত রাজ্যে টিকাকরন সঠিক ভাবে হচ্ছে না।
নরেন্দ্র মোদী সরকারকে করোনা ভাইরাসের মোকাবিলা প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী জানান, এখনও অবধি ১৩০ কোটি জন সংখ্যার মাত্র ৩ শতাংশ করোনার টিকা পেয়েছেন। সেই সমালোচনার প্রতি পাল্টা জবাব দিয়েই জাভড়েকর অভিযোগ করেন, কংগ্রেস শাসিত যে সব রাজ্য রয়েছে সেখানে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে টিকাকরণ সঠিকভাবে করছে না।
শুক্রবার রাহুল গান্ধীর ল ভ্যাকসিন নিয়ে সাংবাদিক বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করেন প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য আগামী ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে ২১৬ কোটি ভ্যাকসিনের ডোজ। আর এর পরে, ১০৮ কোটি দেশের মানুষ করোনা ভ্যাকসিন নিতে পারবেন। কেন্দ্রীয় সরকার সঠিক ভাবেই প্রত্যেক নাগরিককে টিকা প্রদান করবে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মধ্যেই দেশ জুড়ে চলছে টিকা করণ। টীকা নিয়ে অনেকে অনেক অভিযোগ করলেও ভারতে জোর কদমে চলছে টিকা করণ। দেশে মুলত ২টি টিকা দেওয়া হচ্ছে। কোভিশিল্ড এবং কোভ্যাকসিন । এই ২টি টিকাই ভারতীয় ইনস্টিটিউট থেকে বানানো হয়েছে । যা এক অভূতপূর্ব সাফল্য বলে মনে করা হচ্ছে।