Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

একবার ওমিক্রণে আক্রান্ত হলে কি দ্বিতীয়বার সংক্রমনের আশঙ্কা থাকে? কতদিন থাকে অ্যান্টিবডির উপস্থিতি

ওমিক্রনে যদি কেউ একবার সংক্রামিত হয় তবে কি করোনার এই নতুন প্রজাতি দ্বারা সে আবারো সংক্রামিত হবে না? প্রায় দেশের প্রত্যেকেই এই প্রশ্ন মনে নিয়ে আছেন। আসলে সত্যিটা কি তা জানাচ্ছেন মহামারী বিশেষজ্ঞরা।

একবার সংক্রমণ ঘটানোর পর একই ব্যাক্তিকে দ্বিতীয়বারও সংক্রমণ ঘটানোর ক্ষমতা রাখে ওমিক্রন ভ্যারিয়েন্ট। মহামারীবিশেষজ্ঞরা এমনই দাবি করেছেন। ওমিক্রন এখন সারা বিশ্বে দাপট দেখাচ্ছে। ওমিক্রন ডেল্টার তুলনায় আরও বেশিই পরিমানে সংক্রমণ ঘটাচ্ছে। কিন্তু ডেল্টার মতো অতটা ক্ষতিকর নয়। বাতাসে দু-তিন মিনিটের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায় ওমিক্রন ভ্যারিয়েন্ট তা গবেষকরা আগে জানিয়েছিলেন। তাই দাবানলের মত তার সংক্রমণ ছড়িয়ে পড়লেও তেমন দেখা যাচ্ছে না ঘাতক ক্ষমতা।

একবার আক্রান্ত হওয়ার পর কি ওমিক্রন সংক্রমণ আবারও সম্ভব! গবেষকরা চাঞ্চল্য কর তথ্য প্রকাশ্যে আনলেন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ, দক্ষিণ আফ্রিকায় প্রথম সন্ধান পাওয়া যায়। সেটা গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতেও ঢুকে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। তবে মৃত্যুর সংখ্যা নেই বললেই চলে। এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন করোনার থার্ড ওয়েভে ওমিক্রন সংক্রমণের কারণে। যাঁরা আক্রান্ত হচ্ছেন মৃদু উপসর্গ তাঁদের অধিকাংশেরই। সর্দিকাশি-জ্বর। কোনও কিছু হচ্ছে না এর বেশি। হাসপাতালে ভর্তি করতে হচ্ছে খুব কম সংখ্যক ব্যক্তিকেই। তবে কোনও ভ্যাকসিন ওমিক্রনকে জব্দ করতে পারছে না। কাজেই অনায়াসেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ আক্রান্ত হচ্ছেন করোনা টিকার দুটি ডোজ নেওয়া ব্যক্তিও।

এরই মধ্যে মহামারী গবেষকরা আবার আশার কথা শুনিয়েছেন মহামারী পর্বের শেষের শুরু ওমিক্রন সংক্রমন থেকেই। অর্থাৎ আশির্বাদ হয়ে এসেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমন। করোনা ধীরে ধীরে কমতে শুরু করবে ভাইরাসের সংক্রমণ বলে জানিয়েছেন গবেষকরা। এদিকে মহামারী গবেষকরা আবার আরও একটি দাবি জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন একবার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে এমন কোনও কথা নেই যে আর সংক্রমণ হবে না। ফের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট একই ব্যক্তিকে দ্বিতীয়বার সংক্রমিত করতে পারে। কাজেই একবার সংক্রমণ হয়েছে বলে যাঁরা নিশ্চিন্ত হচ্ছেন তাঁদের মহামারী গবেষকরা এই নিয়ে সতর্ক করেছেন।

যদিও আইসোলেশনের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে ওমিক্রন সংক্রমণের ক্ষেত্রে। আইসোলেশনের সময়সীমা ১৪ দিনের পরিবর্তে ৫ দিন করে দেওয়া হয়েছে। বেশিরভাগ করোনা আক্রান্ত ব্যক্তি বাড়িতেই রয়েছেন। হাসপাতালে দুই থেকে তিন শতাংশ ভর্তির সংখ্যা। গবেষকরা বলেছেন যে অ্যান্টিবডি শরীরে একবার করোনা আক্রান্ত হওয়ার পর তৈরি হয় সেটা সাধারণ ৭ থেকে ৯ মাস স্থায়ী হয়। কিন্তু সেই অ্যান্টিবডি ওমিক্রন কার্যকর হচ্ছে না। দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে একই ব্যক্তি অল্প সময়ের মধ্যেই। এমনই দাবি করেছেন নিউজার্সির মেডিকেল স্কুলের গবেষকরা।

Related posts

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর : জুলাই থেকে বাড়তে পারে ২৮ শতাংশ ডিএ

News Desk

শতাব্দী প্রাচীন বোল্লা কালীর সাথে জড়িয়ে আছে ভারতের ইতিহাস! জেনে নিন বোল্লা মায়ের মাহাত্ম্য

News Desk

শারীরিক প্রতিবন্ধকতা তাঁর সঙ্গী! ভাইকে রক্ষা করতে তাও প্রতিবছর যমের দুয়ারে কাঁটা দেন বোন

News Desk