Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শারীরিক অবস্থার অবনতি, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি কোভিডে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

শারীরিক অবস্থার অবনতি বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)। তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে সোমবার রাত থেকে। অক্সিজেনের লেভেল ওঠানামা করছে। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন চিকিৎসকরা । তাই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষা হবে সেখানে। তাঁকে হাসপাতালে ভর্তি করা সিদ্ধান্ত বলে খবর কোভিড সংক্রান্ত জটিলতার কারণেই । পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, তার জন্যই হাসপাতালে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে। হাসপাতালে চিকিৎসার পক্ষেই সায় রয়েছে পরিবারের তরফেও। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশ নারাজ।

শারীরিক অবস্থার অবনতি, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি কোভিডে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

পারিবারিক চিকিৎসক সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোমবার রাত থেকে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তাঁর অক্সিজেনের মাত্রা ৮০-৮২ তে নেমে আসে মঙ্গলবার সকালে । তাই আর কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। একটি অ্যাম্বুল্যান্স আনা হয় পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে উডল্যান্ডস হাসপাতাল থেকে। তাঁকে ফ্ল্যাট থেকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। তাঁকে ১২টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। CPIM-এর তরফে জানানো হয়েছে, পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে ঝড়বৃষ্টির জন্য। সাইটোকাইন স্টর্মের প্রভাব যাতে সেভাবে না পড়তে পারে, তার জন্য আগাম সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।

উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্য গত আট দিন ধরে করোনার সঙ্গে লড়াই করছেন। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও আক্রান্ত হয়েছিলেন। তাঁকে এর আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও, সোমবারই তাঁকে ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে । এই মুহূর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ICU-তে রেখে চিকিৎসা চলবে বুদ্ধদেবের। ডা: কৌশকি চক্রবর্তীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে। বাইপ্যাপ অক্সিজেন সাপোর্ট দেওয়া হতে পারে তাঁকে বলেও খবর।

Related posts

ওমিক্রনে সংক্রমিতের শরীরে কী প্রাকৃতিক ভাবেই গড়ে উঠবে রোগ প্রতিরোধ ক্ষমতা? জানুন

News Desk

হোয়াটসঅ্যাপে অবিলম্বে এই সেটিং চেক করুন, অন্য কেউ আপনার চ্যাট পড়ছে না তো

News Desk

যৌনতার চাঞ্চল্যকর ব্যবসা: কয়েকটি মেয়ে এসে হাজার টাকা চেয়েই বলল- এখনই সম্পর্ক কর

News Desk