Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মালাবদলের আগেই বরের গালে সপাটে চড় মারলেন কনে! ভাইরাল হল ভিডিও! কেন মারলেন চড়

আধুনিক যুগে বর্ণবৈষম্যের কোন স্থান নেই। কিন্তু তাও সমাজের কোথাও ঘুণপোকার মতন এই বৈষম্য থেকেই গেছে। যেখানে গায়ের রঙ দেখে বিচার করা হয় কোন মানুষকে। এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ মনে করা হয় হয়তো মধ্যযুগের বা আমরা পিছনে ফেলে সময়ের সাথে এগিয়ে এসেছি। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ভাইরাল হয়েছে যা দেখে এটাই বোঝা যায় গায়ের রঙ দেখে আজও কিছু মানুষ অন্যকে বিচার করে বা পছন্দ-অপছন্দ করে। জানুন পুরো বিষয়টা কি।

সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় বিয়ের মণ্ডপে হবু স্বামীর (Groom) গায়ের রং কনের পছন্দ না হওয়ায় মালা বদল এর পর হবু স্বামীর গালে (Slapping on groom’s face) সপাটে চড় মেরে দিলেন কনে। এই পুরো ঘটনার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরই এটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে যে বিয়ে বাড়িতে কাণ্ডটি ঘটেছে সেই বিয়ে বাড়ি টি অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশের হামিরপুরের (Uttarpradeh Hamirpur)।

বিষয়টা কী? হামিরপুরের ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। এসেছিলেন আমন্ত্রিতরা। সুসজ্জিত মণ্ডপে এর পরেই আগমন হয়েছিল পাত্র-পাত্রী। বর ও কনের বেশে হাজির হয়েছিলেন তারা সময় মতই। বিয়ের রীতিনীতি মেনে শুরু হয়ে যায় অনুষ্ঠান। যথারীতি নির্ধারিত সময় আসে বর এবং বউয়ের মালা বদল এর পালা। বর মালা পরিয়ে দেন কনের গলায়। কিন্তু তার পরেই ঘটে যায় বিপত্তি। কনে মালা বদল করতে গিয়ে আচমকাই বরের গালে সপাটে চড় কষিয়ে দেন। এরপরেই একছুট দিয়ে বেরিয়ে যান বিয়ের মণ্ডপ থেকে। দেখুন ভিডিওটি:

স্বভাবতই মালা বদল এর মুহূর্ত নিজেদের ফোনে বন্দি করে রাখতে অতিথিদের মধ্যে কয়েকজন বিয়ের ভিডিও করছিলেন। আচমকাই ঘটে যাওয়া ঘটনা রেকর্ড হয়ে যায় তাদের ফোনে। মালাবদলের সময় কনের বরকে থাপ্পড় মারার দৃশ্যও। আর এই ভিডিও ভাইরাল হয়ে যেতে সময় নেয় না। ঘটনা দেখে কার্যত হা হয়ে গেছে নেটিজেনরা। জানা গেছে কনের এই ক্ষোভ বরের গায়ে রংয়ের জন্য। কিন্তু তার এই আচরণকে ভালো চোখে দেখেনি কেউ। সোশ্যাল মিডিয়া জুড়ে এই আচরণে নিন্দার ঝড় উঠেছে।

Related posts

কমছেই না সর্দি, নাক থেকে বেরোনো তরল পরীক্ষা করে যা পেলেন চোখ কপালে চিকিৎসকের

News Desk

দীপিকা পাড়ুকোনে কেন চেয়েছিলেন প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীরকে কন্ডোম উপহার দিতে! জানেন?

News Desk

মর্মান্তিক! স্ত্রী ও ভায়রা ভাইকে ফাঁসাতে নিজের ছেলের মুখে বালিশ চেপে মেরে ফেললেন বাবা!

News Desk