Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গোপনাঙ্গে ঢুকে গিয়েছে বোমা, যুবকের অস্ত্রোপচারের আগে বম্ব স্কোয়াড ডাকলেন চিকিৎসকেরা

রোগীর অস্ত্রোপচারের আগে ডাকতে হল সেনা (Army)। এল বম্ব স্কোয়াডও। তার পর শুরু হল জটিল অস্ত্রোপচার। কিন্তু কেন? হাসপাতালে কেন এল বম্ব স্কোয়াড? উত্তরটা পেলে চমকে উঠবেন।

দিন কয়েক আগে গোপনাঙ্গে (Private Parts) প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এক যুবক হাজির হয়েছিলেন গ্ললেস্টারশায়ার রয়্যাল হাসপাতাল। চিকিৎসকদের জানিয়েছিলেন, তাঁর গোপনাঙ্গে বোমা ঢুকে গিয়েছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর দাবিকে সত্য বলে মেনে নেন চিকিৎসকেরা। কিন্তু তখনই অস্ত্রোপচার সম্ভব ছিল না। কারণ, যুবকের গোপনাঙ্গে ফেটে যেতে পারত বোমাটি। তাই আর ঝুঁকি নেননি চিকিৎসকেরা। সোজা খবর দেন ব্রিটেনের (Britain) বম্ব স্কোয়াডে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে সেনার বিশেষ বাহিনী। আসে বম্ব স্কোয়াডও। তারা জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমার সূচালো অংশ যুবকের গোপনাঙ্গে ঢুকে গিয়েছে। তবে সেই বোমা বিস্ফোরণের সম্ভাবনা নেই। কারণ, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। ফলে বহুদিন আগেই বোমার কার্যক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটালেন ওই যুবক?

চিকিৎসকদের ওই যুবক জানিয়েছেন, বিভিন্ন দুষ্প্রাপ্য সমরাস্ত্র সংগ্রহ করা তাঁর শখ। সেখানেই ছিল ওই বোমাটি। ঘর পরিষ্কার করার সময় বিস্ফোরকটি আলাদা করে রেখেছিলেন। পা পিছলে সেই বোমার উপরই পরে যান তিনি। সঙ্গে সঙ্গে বোমার ছুঁচলো অংশটি তাঁর গোপনাঙ্গে ঢুকে যায়। পরে অস্ত্রোপচার করে সেই বোমার অংশ বের করে আনেন চিকিৎসকেরা। তবে তাঁদের কথায়, চিকিৎসক হিসেবে দীর্ঘ পেশাগত জীবনে এধরনের ঘটনা আগে দেখেননি। তবে অস্ত্রোপচারের পর ভালই আছেন ওই যুবক।

Related posts

প্রেমিকের অনেক দিন ‘খোঁজ’ নেই, খুঁজতে নেমে প্রেমিকের সত্যতা জেনে চোখ কপালে তরুণীর

News Desk

কম পয়সায় ট্যাটু করিয়ে এখন এডস আক্রান্ত অন্তত দু’জন! আশঙ্কা আরো অনেকেকে নিয়ে

News Desk

আপনি যে লবণ খাচ্ছেন তা আসল না নকল কিভাবে বুঝবেন? এইভাবে পরীক্ষা করুন

News Desk