Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

টাকা ছাড়া পুলিশকে চা খাওয়াতে চায়নি নাবালক চা বিক্রেতা, শরীরে ‘ফুটন্ত দুধ ছুঁড়ে দিল’ পুলিশ!

বিহারের পটনার শহরে স্থানীয় পুলিশকর্মীদের বিনামূল্যে চা, পান বিক্রিতে আপত্তি জানানোয় সেই বালকের গায়েই ছুঁড়ে মারা হল ফুটন্ত গরম দুধ। পাটনার এসকে পুরি পুলিশ স্টেশনের পুলিশ কর্মীদের দিকে উঠল অভিযোগের আঙুল। জানা গেছে অন্তত ৬ জন পুলিশ কর্মী এক নাবালক চা বিক্রেতার শরীরে ঢেলে দিয়েছে গরম দুধ। কারণ হিসাবে জানানো হয়েছে ওই ছেলেটি পুলিশ কর্মীদের ফ্রীতে চা খেতে দিতে চায়নি এর কারণে বিক্ষুব্ধ হয় তারা। পুলিশ কর্মীরা ওই বালকের কাকা রমেশ রাইকেও মারধর করেছে বলে অভিযোগ। ফুটন্ত দুধ পায়ে পড়ায় ওই ছেলেটির পা ঝলসে গিয়ে পুড়ে গিয়েছে। এদিকে চা এর দোকান ছেড়ে যাওয়ার আগে পুলিশ কর্মীরা ওই চায়ের দোকানটি ভেঙেও দিয়ে গেছে অভিযোগ। তবে এই ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পাটনার ডিএসপি (সচিবালয়) ইতিমধ্যেই যেই চায়ের দোকানে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই জায়গা পরিদর্শন করেছেন। পাটনা শহরের এসপি (SP) উপেন্দ্র শর্মা জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, এই নিয়ে তদন্ত করে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য যে এসকে পুরি পুলিশ থানার বিরুদ্ধে এই অভিযোগ সেই থানার স্টেশন হাউজ অফিসার এসকে সিং (SK Singh) অবশ্য এই ঘটনার সঙ্গে তার থানার পুলিশ কর্মীদের কোনো যোগ আছে এমন অভিযোগ অস্বীকার করেছেন।

আহত ওই নাবালকের বক্তব্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা সময় কাছের পুলিশ স্টেশনে কর্মরত পাঁচ ছয় জন পুলিশ কর্মী তাদের দোকানে চা খেতে এসেছিল। চা খেয়ে পান গুটখাও নেন তারা। যাওয়ার আগে তাদের কাছে চা, পান , গুটখার পয়সা চাইলেই তাদের মেজাজ চরমে ওঠে। দোকানের উনোনে বসানো ফুটন্ত দুধ তার গায়ে ছুঁড়ে দেয়। নাবালকটির কাকা তাকে এই নিগ্রহের হাত থেকে বাঁচাতে তার উপরেও চড়াও হন পুলিশ কর্মীরা। তারা এই দিনের আগেও চায়ের দোকানে চা খেতে এসেছে। এদিকে এই ঘটনা ঘটার পরই আশে পাশের লোকজন সেখানে জড়ো হয়ে যায়। তারাও এই ঘটনা কে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তারা এসকে পুরি পুলিশ স্টেশনের সামনেও এনিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার সাথে অভিযুক্ত পুলিশদের শাস্তির দাবি তুলেছেন তারা।

Related posts

ইউটিউব দেখে নাড়ি কাটা শিখে শিশুর জন্ম দিল মা! সদ্যোজাতর কান্নার শব্দে টের পেলেন মা-বাবা

News Desk

ছুটি নেই, শিফট শেষ হলেও চলত কাজ! অবসাদেই কী আত্মঘাতী লিলুয়া ইয়ার্ডের রেল ইঞ্জিনিয়ার?

News Desk

কানে ব্লুটুথ হেডফোন দিয়ে পড়ার সময় আচমকাই ফেটে গেল হেডফোন! মর্মান্তিক মৃত্যু যুবকের

News Desk