Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সকালে ঘুম ভাঙতেই গৃহস্থের বাড়ির উঠোনে হরহিম করা দৃশ্য! কি দেখলেন সকলে

ঘুম থেকে উঠেই গৃহস্থের বাড়ির উঠোনে দর্শন মিলল বিশালাকার অজগরের। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পরে ফালাকাটার ধুলাগাঁও এলাকাতে।

ঘুম থেকে উঠেই গৃহস্থের বাড়ির উঠোনে দর্শন মিলল বিশালাকার অজগরের। এরপরই আতঙ্ক ছড়িয়ে পরে ফালাকাটার ধুলাগাঁও এলাকাতে।অজগর দেখতে ভিড় জমে এলাকাবাসীদের।

রথীন্দ্রনাথ রায়ের বাড়িতে সকাল থেকেই এলাকাবাসীদের ভীড় লক্ষ্য করা যায়। অজগরের খোঁজ পেতে ধুলাগাঁওয়ের পাশের এলাকা থেকেও মানুষ ভিড় জমান। রথীন্দ্রনাথ রায় পেশায় একজন জেলে। মাছ ধরার জাল তার বাড়িতে মজুত থাকে সবসময়। এই মাছের জালে বিশালাকার অজগর জড়িয়ে যাবে তা তার জানা ছিল না।

সকালে ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হবেন সেই সময়ে রথীন্দ্রনাথ রায় তাঁর ছেলের বৌয়ের চিৎকার শুনতে পান। দৌড়ে উঠোনে গিয়ে দেখেন মাছের জালে আটকে রয়েছে বিশালাকারের অজগর। খবর চাউর হতে এলাকাবাসীরা সেস্থানে চলে আসে।

এরপর রথীন্দ্রনাথ রায় বন দফতরের মাদারিহাট রেঞ্জে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোথা থেকে ওই অজগর লোকালয়ে এল সেটা নিয়ে নিশ্চিত কিছুই বলতে পারছেন না তারা। তবে এলাকা সংলগ্ন চরতোর্ষা নদী রয়েছে। সেখান থেকে অজগরটি ভেসে আসতে পারে বলে অনুমান এলাকাবাসীদের।

Related posts

বিলকুল মানুষের ভঙ্গিমায় জামাকাপড় কাচছে এক শিম্পাঞ্জি, ভাইরাল হল ভিডিও

News Desk

অনুমতি ছাড়াই তাঁদের নগ্ন ভিডিয়ো আপলোড হয়েছে পর্নহাবে! অভিযোগ জানালেন ৩৪ জন মহিলা

News Desk

যেখানেই কাজে যেত সেখানেই পরিচয়ে বিয়ে! ২৪ জন তরুণীকে বিয়ে করে অবশেষে…

News Desk