Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পর্নে আসক্ত অটো চালক! তাই বলে পর্ন দেখে স্ত্রীর সাথে এমন কাণ্ড ঘটাবেন? শুনে স্তম্ভিত সকলে..

যে কোনও সম্পর্কে সন্দেহ আসা উচিত নয়, সে প্রেমিক প্রেমিকার হোক কিংবা স্বামী স্ত্রীর। আর কোনও স্বামী স্ত্রীর সম্পর্কে সন্দেহের কারণে এমন পরিণতি হতে পারে তা কখনও কেউ ভাবতেও পারবেনা। বছর ৪০ এর এই বেঙ্গালুরুর বাসিন্দা এমন ঘটনা ঘটিয়েছেন , যা জানতে পেরে অনেকেই চমকে গেছেন। প্রায় প্রতিদিনই ওই ব্যক্তি পর্ন মুভি দেখতেন। তার তীব্র আসক্তি হয়ে গিয়েছিল প্রতিদিন পর্ন মুভি দেখতে। আর একদিন হঠাৎই তিনি মনে করতে শুরু করলেন যে তার স্ত্রীও পর্ন ফিল্মে কাজ করেন। আর এই আজব ভাবনায় এতটাই ডুবে গিয়েছিলেন তিনি যে রবিবার নিজেই নিজের স্ত্রীকে ছুরি দিয়ে হত্যা করলেন।

পেশায় অটো চালক ওই ব্যক্তির নাম জাহির পাশা, জানা গিয়েছে যে বেশ কিছুদিন আগে তিনি একটি পর্ন ফিল্ম দেখেছিলেন। আর তারপর থেকেই তাঁর ৩৫ বছর বয়সী স্ত্রী মুবিনাকে তিনি সন্দেহ করতে শুরু করেন। তাঁর ধারণা ছিল, যে তার স্ত্রী পর্ন ফিল্মে অভিনয় করছেন। আর এরপর থেকেই জাহির মুবিনাকে নানা ভাবে হেনস্থা করতে শুরু করেছিল। আর শেষমেশ ছুরি দিয়ে নিজেদের সন্তানের সামনেই স্ত্রী কে নির্মম ভাবে হত্যা করলো। পুলিশ জানিয়েছে যে ,দীর্ঘ ১৫ বছর ধরে ওই দম্পতি বিবাহিত এবং তাঁদের ৫ সন্তান রয়েছে।

সূত্রর খবর মাস দুয়েক আগে একটি পারিবারিক অনুষ্ঠানে পাশা মুবিনাকে সকলের সামনে মারধর ও হেনস্থা করেছিল। এই ঘটনা ঘটার সময় সেখানে পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পাশা তার স্ত্রীকে হেনস্থা করার কারণও সবাই জেনে যায়। দিন কুড়ি আগে পাশা তার স্ত্রীকে হেনস্থা করেছিল। নিহত মুবিনার বাবাকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, রবিবার তাদের বাড়িতে যে এমন মারাত্মক কাণ্ড ঘটেছে সে ব্যাপারে ওই দম্পতির এক সন্তান তাঁকে খবরদেয়। পাশার বিরুদ্ধে থানায় মুবিনার বাবা অভিযোগ দায়ের করেছেন।

Related posts

‘জীবনে সফল হতে চাইলে অবশ্যই মেনে চলুন এই ৫টি বিষয়’, সাফল্য আসবেই, জানাচ্ছে চাণক্য নীতি

News Desk

থানার নিরাপত্তায় মোতায়েন প্রচুর ‘সাপ’! কার থেকে পুলিশ কর্মীদের ‘সুরক্ষার’ প্রয়োজনে এত সাপ?

News Desk

দেশে টিকা পেয়েছেন প্রায় ১০০ শতাংশ , তাও ডেল্টা প্রজাতির ভয়ে কাঁপছে কেন ইজরায়েল

News Desk