এক বিএসএফ জওয়ানের কীর্তি ঘিরে চাঞ্চল্য ছড়াল। দীর্ঘ কয়েকমাস বাইরে থাকার পর দিন চোদ্দর ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন বিএসএফ জওয়ান। নিজের এলাকায় এসে ইস্তক একা থাকা এক মহিলার বাড়িতে রোজ রাতে যাতায়াত শুরু করে সে। এর পরেই ফাঁস হয় তার কীর্তি। কেলেঙ্কারি ঘটিয়ে আপাতত জেলহাজতে তিনি।
টিভি৯ বাংলায় প্রকাশিত এক বলা হয়েছে ওই বিএসএফ জওয়ানের সাথে দীর্ঘ সময় ধরেই সম্পর্ক ছিল প্রতিবেশী এক মহিলার। যবে থেকে ছুটিতে এসেছিলেন তবে থেকে রোজ রাতে একা ওই মহিলার বাড়িতে যেতেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে সহবাস ও ধর্ষণ করতে থাকেন তিনি।মহিলার অশ্লীল ছবি তুলে চলে ব্ল্যাকমেলের মতন কাজ। তিনি যে শুধু নিগ্রহের শিকার হচ্ছেন এই সত্যিটা অনুধাবন করতে পেরেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগ আনেন শারীরিক নিগ্রহের। এরপরেই তারপরই পদক্ষেপ নেয় হাসনাবাদ থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানা এলাকায়। অভিযুক্তের নাম গোপাল দাস। বয়স বছর বত্রিশ। বহুদিন ধরেই তিনি বিএসএফে কর্মরত তিনি। বর্তমানে ওড়িশায় পোস্টিং। তার এলাকায় এক ত্রিশ বছর বয়সী মহিলার সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা তার। কর্মরতা অবস্থায় বেশিরভাগই বাইরে বাইরে থাকায় বিষয়টা বেশিদূর এগোয়নি। এরপর বাড়িতে ছুটিতে এসে মহিলার বাড়িতে রোজ রাতে যাতায়াত শুরু করে সে। শুরু হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও একাধিকবার ধর্ষণ। শুধু যে তাই সেটাই নয়, অভিযোগ গোপন ছবি তুলে ওই মহিলাকে ক্রমাগত ব্ল্যাকমেইলও করতে থাকেন।
এইভাবে বেশ কয়েকদিন চলার পর আর সহ্য না করতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। হাসনাবাদ থানায় পৌঁছে অভিযুক্ত বিএসএফের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। গ্রেফতার করা হয় ওই বিএসএফ জওয়ান কে। পরে তাঁকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। নিগৃহীত মহিলা বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জবানবন্দি দেন। হাসনাবাদ থানার পুলিশ অভিযুক্ত ব্যাক্তি কে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে।
এই ঘটনায় ওই নির্যাতিতা মহিলার আইনজীবী জানিয়েছেন , “বহুকাল থেকেই এই মহিলাকে ওই ব্য়ক্তি শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। পাশাপাশি গোপন মুহূর্তের কিছু অশ্লীল ছবি দেখিয়েও চলতো লাগাতার ব্যাকমেল। এরপর মহিলা থানার দ্বারস্থ হন নির্যাতিতা এবং ওই নির্যাতিতার অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ওই অভিযুক্তকে।”