Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পর্ন সিনেমা দেখার জন্য টাকা দেওয়া হবে এখানে! বিনিময়ে যা করতে হবে শুনলে অবাক হবেন

নীল ছবির নেশায় মাতেন অনেকে। যদিও বিশেষজ্ঞদের মতে এই নেশা হানিকারক তাও অনেকেরই আগ্রহ প্রাপ্তবয়স্ক সিনেমায়। তাই পর্ন সিনেমা দেখতে আগ্রহী যারা তাদের জন্য এক লোভনীয় অফার এনেছিল এই দেশের একটি বার? তাদের বিজ্ঞাপন ঘিরে কিছু সময় আগে তৈরি হয়েছিল চাঞ্চল্য।

ঘটনাটা কি?

বিষয়টা কয়েক বছর আগের। যখন ডেনমার্কের একটি বার অদ্ভুত চাকরির বিজ্ঞাপন দেয়। পর্ন দেখার জন্য এই বিজ্ঞাপনটি বের করা হয়েছিল। বিজ্ঞাপনে বলা হয়েছিল সেই বার উপযুক্ত যুবকদের খুঁজছে যারা সপ্তাহে ২০ ঘন্টা মনোযোগ সহকারে পর্ন দেখতে পারে (Bar offering a job to watch porn movies for 20 hours a week)। এর জন্য বারটি প্রায় ৯ লাখ টাকা (প্রায় 2350 পাউন্ড) দেওয়ার প্রস্তাব দিয়েছিল তখন।

মিররে প্রকাশিত এক প্রতিবেদনে (The Mirror UK Report) বলা হয়েছে, ডেনমার্কের আরহাস শহরের হর্নস্লেথ বার (Hornsleth Bar in Aarhus, Denmark) এই বিজ্ঞাপন দিয়েছিল। বারটি যারা পর্নোগ্রাফিক সিনেমা দেখে তাদের নাম দিয়েছিল ‘পর্ন জকি’ (Porn Jockey)। শুধু তাই নয়, বারটি ‘পর্ণ জকি’-দের পর্ন সিনেমা দেখার জন্য প্রাইভেট অফিস স্পেস, ডিভিডি এবং ল্যাপটপও দেবে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন! ভাবছেন কাউকে দিয়ে পর্ন দেখিয়ে বার এর কি লাভ। এমন চাকরী তে কর্মরত ব্যাক্তির কাজের দায়িত্বই বা কী থাকতে পারে?

হর্নস্লেথ বার প্রতি উইকেন্ডে প্রায় ২০০০ গ্রাহককে সার্ভ করে। বারটি জানিয়েছিল যে ‘পর্ণ জকি’ হতে আগ্রহীদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী হতে হবে এবং তাদের ‘মুক্ত মন’ থাকতে হবে। এই কাজে, পর্ণ জকিদের পর্ণ মুভি থেকে এমন সেনসুয়াল শব্দ বের করতে হয় যা এডিট করে ৬০ ঘণ্টার অডিও ক্লিপ তৈরি করা যায়। এই সাউন্ড ক্লিপটি বারের টয়লেটে আবহ সৃষ্টির জন্য বাজানো হবে। এই বিজ্ঞাপনটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চাকরির বিজ্ঞাপন দিতে গিয়ে লেখেন এখন আপনি প্রকৃত অর্থেই নিজের স্বপ্নের চাকরি করতে পারবেন। বলাই বাহুল্য এই ধরনের কাজের অফার দিয়ে বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ায় পর সেটি বহুল আলোচিত হয়েছিল।

Related posts

ইউনিফর্ম পরনে সোশ্যাল মিডিয়াতে ছবি! ভুয়ো IAS, CBI এর পর নজরে ভুয়ো মহিলা ‘ট্রাফিক সার্জেন্ট’

News Desk

ISL খেলার সম্ভাবনা কার্যত শেষ ইস্ট বেঙ্গলের! ‘গো ব্যাক নীতু’ স্লোগানে গর্জে উঠল সমর্থকরা

News Desk

বদ্রীনাথে ধ্যান করেছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু! জানেন বদ্রীনাথ মন্দির সম্পর্কে এই অজানা তথ্যগুলি

News Desk