Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভিডিও কলে মধুচক্রের আসর, তারপরেই ব্ল্যাকমেল! শহরে গজিয়ে উঠছে একাধিক চক্র

আবার ফিরে এলো হানি ট্রাপ কলকাতা শহরে। হানি ট্রাপের মাধ্যমে ব্যাংক জালিয়াতি করে মানুষকে প্রতারণা। শুধুমাত্র কলকাতা শহরেই নয় গোটা পশ্চিমবঙ্গের ছোট বড় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই চক্র। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অভিযোগ। আর তাই পুলিশের তরফ থেকে প্রত্যেককে সতর্ক করতে শুরু করেছে। লালবাজার থেকে পাওয়া খবর অনুযায়ী , শুরুতে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয় তারপর শুরু হয় কথা বলা, ধীরে ধীরে গাঢ়ত্ব বাড়ে কথার এরপর শুরু হয় ভিডিও কলিং। এরপর ওই ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে নিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু হতে থাকে। আর এরকমই অনেক অভিযোগ পেয়ে এবার লালবাজার থেকে সতর্ক করা হল জনগণকে।

কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”শিকার হবেন না অনলাইন তোলাবাজির । আমাদের দেশে এই মুহূর্তে সক্রিয় রয়েছে একাধিক চক্র, বিভিন্ন ব্যক্তিকে যার সদস্যরা ভিডিও কল করে যৌন প্রস্তাব দিচ্ছে, এবং স্ক্রিন রেকর্ডিং করে রাখছে পরবর্তী কার্যকলাপের। সেইসব স্ক্রিনশট প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তারপর শুরু হচ্ছে ব্ল্যাকমেল। এমনকি টাকার বিনিময়ে মামলা মিটিয়ে ফেলার প্রস্তাবও দিচ্ছে তারা নিজেদেরকে পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে। সুতরাং কোন এই ধরনের ভিডিও কল পেলেই সঙ্গে সঙ্গে কেটে দিয়ে নম্বরটি ব্লক করে পুলিশে খবর দিন তারপর।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সুন্দরী মহিলার ছবি দেওয়া প্রোফাইল থেকে এই চক্রটি সোশাল নেটওয়ার্কিং সাইটে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। চ্যাট করার অনুরোধ করা হচ্ছে সেই রিকোয়েস্ট গ্রহণ করলেই। ক্রমেই গভীর হচ্ছে বন্ধুত্ব চ্যাটিং শুরুর পর। আর মোক্ষম চালটি দিচ্ছে এই সময়ই প্রতারকরা। পুলিশ সূত্রে দাবি, অনুরোধ করা হচ্ছে এরপর ভিডিও কলে কথা বলতে। আর সেই ফাঁদে পা দিয়ে ভিডিও কলে প্রতারকরা ঘনিষ্ঠ বা ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে রেকর্ড করে নিচ্ছে। এরপর ব্ল্যাকমেলিং শুরু হচ্ছে।

লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই ১০ জনকে এ বিষয়ে গ্রেফতারও করা হয়েছে। ভরতপুর, জামতাড়া ও নাইজেরিয়ার গ্যাংয়ের এই চক্রের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তদন্তকারীরা। তাই ট্যুইট করে সকলকে সতর্ক করে দিচ্ছেন কলকাতা পুলিশের অফিসাররা এই পরিস্থিতি থেকে বাঁচতে। পুলিশে অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে নম্বরটি ব্লক করে।

Related posts

পরনে টাইট পোশাক, যুবতীকে গুলি করল তালিবানরা

News Desk

‘স্ত্রীকে ভীষণভাবে মিস করি..’ ৭০ বছরের বৃদ্ধর মৃতদেহের কাছে মিলল লিখে রাখা চিরকুট

News Desk

কলকাতা পুলিশেও চালু ‘ওয়ার্ক ফ্রম হোম’, কী ভাবে চলবে কাজ?

News Desk