Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

চলেনি রেস্তরাঁ, পসার নেই পুরনো স্টলেও, অবসাদে আত্মহত্যার চেষ্টা ‘বাবা কা ধাবা’র মালিকের

আত্মহত্যার প্রচেষ্টা করেছেন ‘বাবা কা ধাবা’ (Baba Ka Dhaba) খ্যাত কান্তা প্রসাদ (Kanta Prasad)। অবসাদে আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে প্রাথমিক অনুমান।২০২০ সালে সোশ্যাল মিডিয়া তে একটি ভিডিয়োর দৌলতে বিখ্যাত হয়েছিলেন তিনি। পরে রেস্তোরাঁও খুলেছিলেন। কিন্তু অসফল হন তিনি। চলেনি রেস্তোরাঁ। আবারও ফিরেছিলেন রাস্তার পাশের ধাবায়। সেই অবসাদ থেকেই কি আত্মহত্যার চেষ্টা? উঠছে প্রশ্ন।

আপাতত দিল্লির সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কান্তা প্রসাদ। মদ্যপান করার পরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ।

baba ka dhaba resturant business fail miserably

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের কাছে খবর আসে যে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন এক বৃদ্ধকে দিল্লীতে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হাসপাতালে পৌঁছালে দেখেন, তিনি আর কেউ নন, “বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ। তাঁর স্ত্রী জানিয়েছেন, রেস্তরাঁ বন্ধ হয়ে রাস্তার পাশের ধাবা তে ফেরার পর থেকেই বিগত কয়েকদিন ধরেই অত্যন্ত উদাস ছিলেন তিনি।

করোনা কালেই হঠাৎই লাইমলাইটে আসেন তিনি। এক ইউটিউবার গৌরব ওয়াসান কারণে রাতারাতি বিখ্যাত হয়ে যায় “বাবা কা ধাবা”। ৮০ বছরের ওই বৃদ্ধ আর্থিক সমস্যা ও লকডাউনের অসুবিধে নিয়ে কথা বলতেই গোটা দেশের বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু যার কারণে বিখ্যাত হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ এনে সুনামও হারিয়েছিলেন বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ।

Related posts

চুল কাটতে আসা যুবককে কাঁচি চালিয়ে মেরেই ফেলল নাপিত! কেন জানলে অবাক হবেন

News Desk

২৪ ঘণ্টা যেতে না যেতেই ধাক্কা , দেশে করোনার কারণে ১ দিনে মৃত্যু বাড়ল ১০ গুন

News Desk

ফেসবুকের মার্কেটপ্লেসে বিক্রী হচ্ছে বাঘের দাঁত! হুগলির গ্রুপের বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য

News Desk