আত্মহত্যার প্রচেষ্টা করেছেন ‘বাবা কা ধাবা’ (Baba Ka Dhaba) খ্যাত কান্তা প্রসাদ (Kanta Prasad)। অবসাদে আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে প্রাথমিক অনুমান।২০২০ সালে সোশ্যাল মিডিয়া তে একটি ভিডিয়োর দৌলতে বিখ্যাত হয়েছিলেন তিনি। পরে রেস্তোরাঁও খুলেছিলেন। কিন্তু অসফল হন তিনি। চলেনি রেস্তোরাঁ। আবারও ফিরেছিলেন রাস্তার পাশের ধাবায়। সেই অবসাদ থেকেই কি আত্মহত্যার চেষ্টা? উঠছে প্রশ্ন।
আপাতত দিল্লির সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কান্তা প্রসাদ। মদ্যপান করার পরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের কাছে খবর আসে যে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন এক বৃদ্ধকে দিল্লীতে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হাসপাতালে পৌঁছালে দেখেন, তিনি আর কেউ নন, “বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ। তাঁর স্ত্রী জানিয়েছেন, রেস্তরাঁ বন্ধ হয়ে রাস্তার পাশের ধাবা তে ফেরার পর থেকেই বিগত কয়েকদিন ধরেই অত্যন্ত উদাস ছিলেন তিনি।
করোনা কালেই হঠাৎই লাইমলাইটে আসেন তিনি। এক ইউটিউবার গৌরব ওয়াসান কারণে রাতারাতি বিখ্যাত হয়ে যায় “বাবা কা ধাবা”। ৮০ বছরের ওই বৃদ্ধ আর্থিক সমস্যা ও লকডাউনের অসুবিধে নিয়ে কথা বলতেই গোটা দেশের বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু যার কারণে বিখ্যাত হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ এনে সুনামও হারিয়েছিলেন বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ।