যে কোনও মানুষের কাছেই সঙ্গমের মুহূর্তগুলি অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। আপনি বা আপনার সঙ্গী পাশাপাশি আদৌ এই বিশেষ মুহূর্তটি উপভোগ করছেন কিনা নজর রাখতে হবে সেদিকেও দুজনকেই। কিন্তু আপনার বলা কিছু কথা জানেন কি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে এই বিশেষ মুহূর্তগুলিকে। তাই এই কথাগুলো ভুলেও সঙ্গমের সময় উচ্চারণ করবেন না।
আমি কারো সঙ্গী ছিলাম
তার নারী সঙ্গীর অতীত সম্পর্কের কথা জানতে কোনো পুরুষই চাইবে না। তাই যদি অতীতে কারো সঙ্গে সম্পর্ক গড়েও থাকেন আপনি, আপনার পুরুষ সঙ্গীকে তার পরেও বিশেষ মুহূর্তে এ ব্যাপারে কিছু বলবেন না।
তুমি কি মনে করো আমি মোটা?
এ ব্যাপারে জানতে চাইবেন না বিশেষ মুহূর্তে পুরুষ সঙ্গীর কাছে। এতে করে আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলতে পারে সঙ্গী। আপনি নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী নন, এটা তাঁর মনে হতে পারে । তার চেয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন আকর্ষণীয় হিসেবে। ইতিবাচক চিন্তা করতে পারেন নিজেও। এতে করে সুখের হবে যৌন জীবন। তবে শরীর নিয়ে আলোচনা করতে পারেন অন্য সময়ে।
আমি বিরক্ত
হয়তো আপনি বিশেষ মুহূর্তে মন দিতে পারছেন না সেই সময় নানা কারণে। তাই বলে সঙ্গীকে বলতে যাবেন না যে, আপনি বিরক্ত হচ্ছেন তার প্রস্তাবে। আপনার সঙ্গী নেতিবাচকভাবে ধরে নিতে পারে এতে করে বিষয়টা। তার মনে হতে পারে, আপনি আগ্রহ হারিয়ে ফেলেছেন দাম্পত্য জীবনে।
আগের সঙ্গীর সঙ্গে তুলনা করবেন না
আগের সঙ্গীর গুণের কথা কখনোই উল্লেখ করবেন না। এতে মুষড়ে যেতে পারেন আপনার পুরুষ সঙ্গী। এমনকি কোনো পুরুষও যদি তার সঙ্গীকে এ ধরনের কথা বলে, একই ঘটনা ঘটতে পারে সে ক্ষেত্রেও।