খেতে ভালোবাসেন? খাদ্যরসিক মানুষেরা বসব সময় নতুন নতুন স্বাদের খাবারের সন্ধানে থাকেন। কিন্তু নতুন নতুন আকারের খাবারও খোঁজেন কি? যদি না খোঁজেন আজ থেকেই নজর রাখা শুরু করুন কেননা নতুনত্ব কিছু খুঁজে পেলে আপনারও ভাগ্য বদলে যেতে পারে। যেমন গিয়েছে অস্ট্রেলিয়ার এই কিশোরীর। ঘটনা টা কি? এত হেয়ালি না করে তাহলে বলাই যাক মোদ্দা কথাটা। অস্ট্রেলিয়ার নিবাসী ১৩ বছরের কিশোরী রাইলি স্টুয়ার্ট (Rylee Stuart) চিপসের একটি বহুজাতিক সংস্থার চিপসের প্যাকেট থেকে খুঁজে পেয়েছেন একটি বিরল ‘পাফড-আপ’ চিপস। তার খুঁজে বার করা এই বিরল আকারের চিপসের কারণেই ওই চিপসের প্রস্তুতকারী সংস্থা ডরিটোস (Doritos) ওই কিশোরীকে ২০,০০০ ডলার (ভারতীয় টাকায় ১৪.৮৫ লক্ষ টাকা) পুরস্কার মূল্য দিয়েছে।
অবাক হচ্ছেন। ভাবছেন একটি নতুন আকারের চিপসের জন্যে এত টাকা। এই প্রথম নয় এর আগেও জনপ্রিয় ফাস্টফুড চেইন McDonald’s-এর তৈরি একটি চিকেন নাগেট আকারে একটি ভিডিও গেমের চরিত্রের মতো দেখতে লাগছিল বলে, তা অনলাইনে সাইট eBay-তে বিক্রি হয়েছিল ১,০০,০০০ ডলারে। ভিডিও গেম চরিত্রের আকৃতির চিকেন নাগেটটির জন্যে মোট ১৮৪টি বিড এসেছিল।
ডরিটোস কোম্পানির ‘পাফড-আপ’ চিপস সাধারণত খুব ক্রিসপি (Cryspy) পাতলা হয়। মার্কেটে যেসমস্ত রেগুলার প্যাকেটে এমন আকৃতির চিপস মেলেই না। রাইলির খুঁজে পাওয়া ‘পাফড-আপ’ চিপস খুব কম দেখা যায়। খুজেঁ পাওয়ার পর রাইলি প্রথমে তেমন একটা গা করেনি প্রথমে বাকি চিপসের মতন সে ওই চিপস্ টি খেয়ে নেওয়ার কথাই ভেবেছিল, কিন্তু পরে প্রস্তুতকারী সংস্থা ডরিটোসের নাম উল্লেখ করে একটি ভিডিও বানিয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম TikTok-এ শেয়ার করে। সেই ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পায় আর সেই কারণেই ডরিটোস কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করে। সেই টিক টক ভিডিওটি বর্তমানে ডরিটোস চিপস কোম্পানির টুইটার ও ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। তবে মূল ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ভীষণ ভাইরাল।
PepsiCo-র সংস্থা ডরিটোস এই ভিডিওটি দেখার পর ১৩ বছরের কিশোরী রাইলি স্টুয়ার্টকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। ডরিটোসের চিফ মার্কেটিং অফিসার বন্দিতা পান্ডে এই বিষয়ে বলেছেন ডরিটোসের প্রতি রাইলির ভালোবাসার কথা ভেবেই করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।