ব্যাংক একাউন্টে প্রতিনিয়ত লেনদেন হয়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ থেকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় । অস্ট্রেলিয়ার বাসিন্দা এক যৌনকর্মী টুইটারে এই কারণে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন । সমন্থা এক্স নাম তার। কোন নোটিশ ছাড়াই ব্যাংক থেকে তার ব্যাংক একাউন্টে বন্ধ করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন তিনি ।
সমন্থা টুইটারে পোস্ট করেছেন, যে ফোন থেকে নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেনের সময় তিনি খেয়াল করে দেখেছেন যে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে । প্রচন্ড রেগে গিয়েছেন তিনি এবং ক্ষোভে তার পোস্ট করা ।
টুইটারে ৬২ হাজার ৫০০ ‘ফলোয়ার্স’-এর উদ্দেশ্যে লেখেন, ‘ আমার একাউন্ট হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়েছে ! ব্যাংক সংক্রান্ত কোনরকম ঝামেলায় আমি আগে কখনো পড়িনি । বেশ কিছু বছর হল এই একাউন্টটা আমি চালাচ্ছি । কিন্তু ব্যাংক থেকে আমার একাউন্ট কেন বন্ধ করা হলো তার কোন কারণ এখন অব্দি জানালে না । যখন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে জানতে চাইছি তারা বলছে মেইল পাঠানো হচ্ছে !’
সমন্থা আরও জানিয়েছেন যে তারপর তার কাছে একটি ইমেল এসেছিল । সিমিলে সামান্থার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে শুধু এটুকুই জানানো হয়েছিল । কারণ জানতে চাইলে তারা কোনও কারণ জানানো হবে না বলে দেয় । এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ।’ সমন্থা আরও বলেন , ‘ হাজার হাজার টাকা থাকেনা ওই ব্যাংকের একাউন্টে । রোজকার প্রয়োজনে আমি ওই অ্যাকাউন্ট ব্যবহার করতাম । তুই আমি রেগে গিয়েছি এবং অবাক হয়েছি অনেকটাই ব্যাংক থেকে কোন উত্তর আসবে না !’