Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ব্যাস্ত বাজারে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, চোখের পলকে মৃত ২৬ জন! ভাইরাল ভিডিও

দুর্ঘটনা বলে আসে না! ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনও সময় ৷ সাম্প্রতিক সময়ে এই কথাটার যেন মূর্তিমান প্রতিফলন দেখা গেল আফ্রিকার রিপাবলিক অফ কঙ্গোর (Republic of Congo) রাজধানীর এক বাজারে৷ বৃহস্পতিবার, কঙ্গোর রাজধানী কিনশাসায়, মাতাদি কিবালা (Matadi Kibala) নামের এক মার্কেটে একটি ‘হাই-ভোল্টেজ’ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে না হলেও ২৬ জনের মৃত্যু হয়েছে (At least 26 people lost their lives after they were electrocuted by a falling power cable)। এই তথ্য দিয়ে কর্মকর্তারা জানান, নিহতদের বেশির ভাগই স্থানীয় বাজারে কর্মরত মহিলা।

প্রতিদিনের মতোই কর্মব্যস্ত ছিল ওই বাজার! সকালের দিকে স্বভাবতই বাজারে ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ। দরকার মতন কেনাকাটা আর বিক্রি-বাট্টা চলছিল। কিন্তু এমনই এক সুন্দর সকলের কর্মব্যস্ত সময়ে নেমে এলো মৃত্যুর বিভীষিকা। বিদ্যুতের তার কোনো কারণে ছিঁড়ে পড়ল রাস্তার জমা জলের উপর। চোখের পলক না ফেলতেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হল বহু মানুষ।

সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে চোখে পড়েছে আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি করছে দিশেহারা হয়ে। কিন্তু ততক্ষণে যে দুর্ঘটনা ঘটার তা ঘটে গিয়েছে। আতঙ্কের এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

স্থানীয় এক বিক্রেতা শার্লিন টোয়া জানিয়েছেন, আমরা একটি গির্জায় জড়ো হয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ, আমাদের চোখে পরলো বিদ্যুৎ শিখার ঝলকানি, চিৎকার করে উঠলাম। বাইরে এসে দেখি, বহু বিক্রেতা আর ব্যবসায়ী মাটিতে পড়ে আছে। সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়া বলেন, বাজার পরিষ্কার করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রসঙ্গত কঙ্গো মধ্য আফ্রিকার একটি দরিদ্র দেশ।

কঙ্গোর প্রধানমন্ত্রী সামা লুকোন্ডে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে মাতাদি কিবালা বাজারে একটি ‘হাই-ভোল্টেজ’ তার ছিঁড়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৪ জন মহিলা রয়েছেন। তারা ওই বাজারে কাজ করত।

Related posts

মাজার-ই-শরিফের পরে জালালাবাদও দখল , কাবুলের দিকে আরও এক ধাপ এগোল তালিবানরা

News Desk

আজ ২১শে জুন ,বছরের দীর্ঘতম দিন, সামার সলস্টিস। কেন সারা বিশ্বে বিশেষ এই দিনটি। জেনে নিন

News Desk

‘রাজমিস্ত্রি বলে কি আমাদের মন নেই’, বালির সেই গৃহবধূদের সাথেই সংসার পাততে আগ্রহী তাঁরা!

News Desk