কাল থেকে সারা রাজ্য তথা দেশ জুড়ে একটাই নাম বার বার উঠে আসছে। অর্পিতা মুখোপাধ্যায়! অবশেষে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া সেই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করলো ইডি। টালিগঞ্জের আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বাইরে ভিড়ে ভিরাক্কার। আবাসনের বাইরে উপস্থিত সাংবাদিক-ফটোগ্রাফার-ইডি-কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে আম জনতার উপস্থিতি লক্ষ্য করার মতন! সবার একটাই জিজ্ঞাসা, ”অর্পিতা এই টাকা কার?” জবাবে চিৎকার করে নিজের আত্মপক্ষ সমর্থন করতে থাকেন ২১ কোটির মালিক অর্পিতা। তার সাফ কথা, ”আমি কোনও ধরনের অন্যায় করিনি, আমাকে ফাঁসানো হয়েছে! এসবই বিজেপির চক্রান্ত।”
সূত্র অনুযায়ী, আজই ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল চেকআপ করা হবে, এরপর রাতে রাখা হবে মহিলা লক-আপে!
প্রসঙ্গত গতকাল অর্পিতা মুখার্জির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। এছাড়াও মিলেছে দেদার সম্পত্তির খোঁজ, বিদেশি মুদ্রা আর প্রচুর টাকা। ইডি-র অভিযান থেকে শিরোনামে আসা অর্পিতা মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে, তিনি বাংলা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত। কিছু সিনেমায় তিনি কাজ করেছেন, যদিও খুব অল্প সময়ের জন্য। অর্পিতা মুখার্জি তার ফিল্ম ক্যারিয়ারে বেশিরভাগ সময়টাই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। বাংলা ছবির পাশাপাশি তিনি কিছু ওড়িয়া ও তামিল ছবিতেও কাজ করেছেন।
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের শিল্প মন্ত্রী পার্থ চ্যাটার্জি দক্ষিণ কলকাতার জনপ্রিয় দুর্গা পূজা কমিটি নাকাতলা উদয়ন পরিচালনা করেন। এটি কলকাতার অন্যতম বড় দুর্গা পূজা কমিটি। অর্পিতা মুখার্জি এবং পার্থ চ্যাটার্জির এই পুজোতে ২০১৯ এবং ২০২০ সালে দুর্গা পূজা উদযাপনের প্রধান মুখও ছিলেন। দুর্গাপূজার সময় প্রকাশিত অর্পিতা মুখার্জির পোস্টারে সংঘের সভাপতি হিসেবে পার্থ চ্যাটার্জির নামও লেখা ছিল।