Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED রাজনীতি

মেয়ের কাছে ২১ কোটি টাকা, মায়ের মলিন জীবন! ২১ কোটি টাকা নিয়ে কি জানালো অর্পিতার মা?

মডেলিং দিয়ে শুরু এরপর অভিনয় আর তারপরই দেদার ব্যবসা পেতে বসে ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতার বুকে ! শুধু এই করেই কি ২১ কোটি টাকার পাহাড় জমিয়ে ছিলেন? তিনি কাজ করেছিলেন জিৎ স্বস্তিকা অভিনীত পাটনার সিনেমায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক অভিনীত মামা ভাগ্নে সিনেমা তে এসেছিল অভিনেত্রী হিসেবে। তামিল-ওড়িশা সিনেমাতেও প্রচুর কাজ করেন তিনি। যদিও খুব একটা বেশি জনপ্রিয়তা কিন্তু তার ছিল না আর এই জনপ্রিয়তা না থেকে কিভাবে ২১ কোটি টাকা সম্পত্তি তৈরি করল তা নিয়ে উঠছে প্রশ্ন ? রাজ্য রাজনীতিতে এমন ঘটনা হওয়ায় রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে । এমনকি অর্পিতার মা নিজেও মেয়ের ব্যাপারে কোন কথা বলতে চাননি।

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Aide Arpita Mukherjee Mother) আসল বাড়ি বেলঘড়িয়ার দেওয়ান পাড়ার আব্দুল লতিফ স্ট্রিটে। তার মাও সেখানে থাকেন। নিজে বৈভব-আতিশায্যের মাঝে বিলাসবহুল ফ্ল্যাটে মেয়ে থাকলেও, মা থাকতেন বেলঘড়িয়ার ভাঙাচোরা বাড়িতেই। দেওয়ালের পলেস্তারা কোথাও খসে গিয়েছে।

এক বুনো রয়েছে অর্পিতার যার বর্তমানে বিয়ে হয়ে গিয়েছে । পিতা সম্পর্কে প্রশ্ন করলে কি জবাব দিয়েছেন তার মা ? বিছানায় বসে জানলার ধারে সাদামাটা পোশাক পড়ে এসেছিলেন অর্পিতা । বললেন, “ মেয়ে মাঝেমধ্যে আসে তিন চারদিন আগে এসেছিল আসা-যাওয়া করে আরকি, মা তো তাই দেখতে আসে। আগে  মডেলিং করত। বেশ কিছু সিনেমা করেছে উড়িষ্যায় । টলিউডে ‘মামা-ভাগ্নে’ ছবিতে অভিনয় করেছে। তামিল ছবিও করেছে। প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল।”

কিন্তু এতগুলো ফ্ল্যাট, ২১ কোটি টাকা কীভাবে এল অর্পিতার কাছে? মডেল-অভিনেত্রীর মায়ের প্রশ্ন ছুঁড়তেই সাফ কথা, “আমি কী করে বলব? মেয়ে কী করে জানা নেই। ওকেই জিজ্ঞেস করুন। আমি তো এসব শুনছি এখন সংবাদমাধ্যমের কাছ থেকেই অত কোটি টাকা, ফ্ল্যাট..।”

Related posts

রক্ষকই ভক্ষক! ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগে সাসপেন্ড পুলিশ!

News Desk

বাস্তবের ‘বান্টি অর বাবলি’! সরকারি চুক্তির নামে ২০ কোটি টাকা হাতিয়ে নিল স্বামী স্ত্রী মিলে

News Desk

প্রেমে ঠকিয়ে দিয়েছে বৌদি! শোক সামলাতে না পেরে মাঝ গঙ্গায় ঝাঁপ যুবকের!!

News Desk