Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারো কেন NCB দফতরে আসতে হল আরিয়ান খানকে

জামিন পাওয়ার পর ফের ৭ দিন বাদে এনসিবি দফতরের সামনে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। গত শনিবার আর্থার রোড থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথম মন্নতের বাইরে পা রাখলেন আরিয়ান, কিন্তু কেন আবার এনসিবি দফতরে হাজির হলেন শাহরুখ পুত্র, জেনে নিন বিশদে।

৩০ অক্টোবর জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন আরিয়ান খান। তবে প্রতি শুক্রবার করে NCB অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে (Aryan Khan)। আরিয়ান (Aryan Khan) ছাড়া পাওয়ার পর এদিন প্রথম শুক্রবার। দুপুর সাড়ে বারোটা নাগাদ নিজের রেঞ্জ রোভার গাড়িতে চেপে উকিল নিখিল মানশিন্ডেকে নিয়ে NCB দফতরে পৌঁছন আরিয়ান খান (Aryan Khan)। সাদা টি-শার্টস ও নীল-হলুদ জ্যাকেট পরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ব্যলাড এস্টেটের অফিসে হাজির হন আরিয়ান।

মাদককান্ডে গ্রেফতার আরিয়ানের খানের জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল এই সাপ্তাহিক হাজিরা। এবং সেই কারণেই এনসিবি দফতরে হাজিরা দিতে পৌঁছেছিলেন আরিয়ান খান। বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সেই শর্তে আরও বলা হয়েছিল, প্রথমত,এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে, এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া চলবে না। তবে প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি।

এছাড়া শর্তে আরও বলা হয়েছে, আরিয়ান যদি জামিনের শর্তের একটিও যদি মেনে চলতে ব্যর্থ হন তাহলে এনসিবির পক্ষ থেকে এনডিপিএস আদালতে আবেদন জানানো যাবে অভিযুক্তর জামিন খারিজের।

২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর অক্টোবরের ৩০ তারিখ জামিন পান তিনি। মন্নতে ফেরেন আরিয়ান। শাহরুখের জন্মদিনের ঠিক তিনদিন আগে বাড়ি ফিরেছিলেন আরিয়ান। আলোয় সেজে ওঠে মন্নত। প্রতিবারের মতো এবারও শাহরুখের জন্মদিনে বাড়ির ছাদের নজর ছিল তাঁর অনুরাগীদের। তবে দেখা মেলেনি কিং খানের। খানিকটা নিভৃতেই কাটিয়েছেন এ বারের জন্মদিনটা।

Related posts

স্বামীর সামনেই জন আব্রাহামের সঙ্গে ঘনিষ্ঠ রোমান্স করেছিলেন, খোসলা করলেন অভিনেত্রী!

News Desk

রুদ্রাক্ষ কী? একমুখী থেকে পঞ্চমুখী… কোন রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যায়?

News Desk

চাকরির খোঁজে বেরিয়ে ওমানে অন্য নারীদের সাথে শিকলবন্দি মহিলা! ভয়ঙ্কর বিভীষিকার শিকার

News Desk