পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছেন স্ত্রীর কাছে। কিন্তু অপরাধ শুধু এইটুকু নয়। স্ত্রী এই নিয়ে জিজ্ঞাসা করতে গেলে গাড়ির স্টিয়ারিং -এ বসে থাকা ওই ব্যক্তি গাড়ি চালিয়ে দিতে যান তার স্ত্রীর উপর। আর এই কুকীর্তি করেছেন একসময়ের আর্জেন্টিনীয় প্রতিভাবান উইঙ্গার এদুয়ার্দো ‘তোতো’ সালভিওর। দুর্দান্ত ফুটবল খেলার জন্য একসময় বিশ্ব বিখ্যাত ফুটবলার লিওনেল মেসির সাথে একি প্রতিবেদনে থাকত তার নাম। সম্প্রতি ফুটবলের দুনিয়ায় সেইভাবে আলোচিত না হলেও নিজের পরকীয়া এবং স্ত্রীকে গাড়ি ধাক্কা দিয়ে সারা দুনিয়ার শিরোনামে আবারো এল এদুয়ার্দো সালভিওর (Eduardo Salvio) নাম।
৩১ বছর বয়সী এই ফুটবলার গত ১০ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ আর্জেন্টিনারই এক মডেল মাগালি আরাভেনার সঙ্গে। এই বিয়ে থেকে তাদের দুটি সন্তানও আছে। সম্প্রতি তাঁর এবং তাঁর স্ত্রীর মধ্যে বনিবনার অভাব বলে সূত্রে খবর। এমনকি কিছুদিন আলাদাও থাকছিলেন তারা। এই সুযোগেই পরকীয়ায় জড়ায় এদুয়ার্দো। একদিন গাড়িতে নিজের প্রেমিকার সাথে থাকার সময় স্ত্রীর নজরে পড়েন তিনি। এই নিয়ে বচসা শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে। ঝগড়া চলাকালীন স্ত্রী গাড়ির সামনে এসে থাকে আটকালে কিছু না ভেবেই এদুয়ার্দো সালভিও সটান গাড়ি চালিয়ে দেন স্ত্রী আরাভেনার দিকে। অল্পের জন্য বেঁচে গেলেও পায়ের চোট পান তিনি। কিন্তু পালিয়ে যায় এদুয়ার্দো। পুলিশের গাড়ি তারা করেও ধরতে পারেনি তাকে। দেখুন সেই ঘটনার ভিডিও..
এদিকে সিসিটিভিতে ধরা পড়েছে এই ঘটনার দৃশ্য। আর্জেন্টিনার পুয়ের্তো মাদেরো অঞ্চলে গত পরশু প্রায় মধ্যরাতের সময় এ ঘটনা ঘটেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ এই বিষয়ে জানিয়েছে, দুর্ঘটনায় পায়ের তলায় চোট পেয়েছেন সালভিওর সাবেক স্ত্রী আরাভেনা (Aravena)। কিন্তু ভাগ্য ভালো থাকায় হাসপাতালে নিতে হয়নি তাঁকে। ঘটনার আকস্মিকতা সামলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আরাভেনা। পুলিশ এখন খুঁজছে ফুটবলার কে। অবশ্য ফুটবলারের উকিল বলেছে তিনি যথাসময়ে কোর্টে পৌঁছে নিজেকে নির্দোষ প্রমান করবেন।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে যে ‘এক মহিলা তাঁর গাড়িতে তাঁর স্বামীকে আরেক নারীর সঙ্গে দেখে কথা বলতে এগিয়ে গেছিলেন। অভিযুক্ত স্বামী সেই সময় গাড়ি নিয়ে মিসেস আরাভেনাকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যান।’
প্রসঙ্গত গত বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে রাইটব্যাকের জায়গায় খেলেছিলেন এদুয়ার্দো সালভিও। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪ ম্যাচ খেলেছেন সালভিও। নামকরা ক্লাব আতলেতিকো মাদ্রিদ, বেনফিকার হয়ে দুর্দান্ত খেলে নজরে কেড়েছিলেন এই প্রতিভাবান ফুটবলার। ২০১৯ সাল থেকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে আছেন তিনি। বর্তমানেও ওই ক্লাবের সাথে যুক্ত।