ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে খোঁজ মিলল প্রায় ১৩০০ বছর পুরনো একটি বিষ্ণু মন্দিরের। সেই দেশের সোয়াট (Swat) প্রদেশে পাহাড়ের কোলে প্রাচীন এই মন্দিরটির সন্ধান পেয়েছেন পাক ও ইতালীয় খনন এবং ভূতত্ত্ববিদরা। প্রাথমিকভাবে অনুসন্ধানের পর জানা গিয়েছে, এটি একটি বিষ্ণু দেবতার মন্দির।
জানা গিয়েছে, সোয়াট প্রদেশের ওই অঞ্চলে চলছিল খননের কাজ। তখনই হঠাৎ নজরে আসে এই প্রাচীন মন্দির। মন্দিরটির গায়ের কারুকার্য ও খোদাই দেখে ভূতত্ত্ববিদ ও গবেষকদের ধারণা, এটি অন্তত ১৩০০ বছরের পুরনো। এই মন্দির আবিষ্কারের কথা ঘোষণা করেন খাইবার পাখতুখাওয়ার ভূতত্ত্ব বিভাগের প্রধান ফাজল খালিদ। তিনিই সুনিশ্চিত করে জানান, আবিষ্কার হওয়া এই মন্দিরটি আসলে হিন্দুদের বিষ্ণু দেবতার মন্দির (Bishnu Temple)। মনে করা হচ্ছে কাবুল শাহীদের শাসনকালে নির্মীত হয়েছিল এই মন্দিরটি। সেই সময় কাবুল নদীর উপত্যকা, অর্থাৎ বর্তমান সময়ের পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তান ছিল হিন্দু সম্রাটের নিয়ন্ত্রণাধীন।
সেই সময়ই তৈরি করা হয়েছিল বিষ্ণু দেবতার এই মন্দির। তবে শুধু মন্দির নয়, খনন করার সময় সেনাদের থাকার জায়গা এবং একটি নজর রাখার ওয়াচটাওয়ারেরও সন্ধান পেয়েছেন ভূতত্ত্ববিদরা। নিকটে চিন্হ পাওয়া গিয়েছে একটি প্রাচীন জলাশয়েরও। মনে করা হচ্ছে, তৎকালীন সময়ের হিন্দু জনগন ওই মন্দিরে পুজো দেওয়ার আগে সেই জলাশয়ে স্নান সারতেন।
খাইবার পাখতুখাওয়ার ভূতত্ত্ব বিভাগের প্রধান ফাজল খালিদ জানান, নানা প্রাচীন সভ্যতার নিদর্শনে পরিপূর্ন পাকিস্তানের (Pakistan) সোয়াট। এর আগে এখানে প্রাচীন গান্ধার সভ্যতার সমকালীন এক মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল। তবে প্রথমবার সোয়াট জেলায় ১৩০০ বছরের পুরনো সময়ের এত প্রাচীন কোনও স্থাপত্য খুঁজে পাওয়া গেল। পাহাড়ের কোলে সাজানো পাকিস্তানের সোয়াট প্রদেশ পর্যটকদের কাছে অন্যতম এক আকর্ষণীয় স্থান। প্রকৃতি, গাছপালা থেকে প্রাচীন সভ্যতার নিদর্শন- সবকিছুই পর্যটকদের টেনে আনে এখানে। জেলার নানা জায়গায় বেশ কিছু বৌদ্ধ মঠও রয়েছে। এবার এই প্রদেশের প্রাচীন সভ্যতার আবিষ্কারের তালিকায় নয়া সংযোজন ১৩০০ বছর প্রাচীন এই বিষ্ণু দেবতার হিন্দু মন্দির। এই প্রাচীন মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য এই এলাকাকে পর্যটকদের নতুন করে আকর্ষণ করবে বলেই আশা ভূতত্ত্ববিদদের।