Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

“ম্যাডাম আমার বিয়ে ভেঙ্গে দেবেন নাকি” _ কেবিসি-র সেটে মহা বিড়ম্বনায় ‘বিগ বি’

গত মাসেই শুরু হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির ১৩ নম্বর সিজন। রমরমিয়ে চলছে অমিতাভের সঞ্চালনায় এই কুইজ গেম শো। সর্বাধিক টাকা জেতার পরিমাণ ৭ কোটি টাকা। নিজের ব্যাক্তিত্ব, কথা বলার আর মজা করার সহজাত ক্ষমতা দিয়ে প্রতিবারের মতো এবারও গেম শো চলাকালীন চালকের আসনে বসা অমিতাভের হট সিটে বসা প্রতিযোগীদের সঙ্গে দারুণ মজার বুদ্ধিদীপ্ত কথাবার্তার ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দর্শকও যে তাঁদের প্রিয় স্টারের এই আলাপচারিতার সহজাত প্রবৃত্তিতে মুগ্ধ তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে ভারত খ্যাত জনপ্রিয় এই তারকা যে কখনও কখনও শোয়ে উপস্থিত দর্শকদের ভালোবাসা প্রকাশের ঠেলায় বিড়ম্বনায় পড়েন সেটাও সত্যি। সম্প্রতি, ফের একবার এমনই এক ঘটনা ঘটল কেবিসি-র সেটে যাতে রীতিমত লজ্জায় লাল হয়েছেন অমিতাভ বচ্চন।

গত বৃহস্পতিবার রাতে KBC -এর হটসিটে বসে গেম খেলেন কল্পনা দত্ত। সাড়ে বারো লক্ষ টাকার মূল্যের প্রশ্নের উত্তর কনফার্ম করে ততক্ষণে ‘লক’ করে ফেলেছেন। তার দেওয়া উত্তর ঠিক হল না কি বেঠিক সেকথা বলার আগে ছোট্ট এক বিজ্ঞাপন বিরতির ঘোষণা করে ফেলেন বলিউডের ‘শাহেনশাহ’। এরপর টিভিতে যখন বিরতি চলছে তখনই এই ব্যাপারটি ঘটে। হঠাৎই ঘুরে শোয়ে দর্শকদের আসনে বসা এক ভদ্রমহিলার উদ্দেশে প্রায় হাতজোড় করে মিছিমিছি ভয় পাওয়ার অভিনয় করে মজার সুরে ‘ আমিতাভ বচ্চন’ বলে ওঠেন, ‘ প্লিজ ম্যাডাম আপনাকে একটা কথা স্পষ্টরূপে জানিয়ে রাখি। এই যে আপনার জন্যেই কিন্তু আমার এতদিনের এই বিবাহিত জীবন বড়সড় ঝামেলায় পড়তে চলেছে। এই যে আপনি অনেকক্ষণ ধরে থেকে দর্শকাসন এত ফ্লাইং কিস সব ছুড়ে যাচ্ছেন আমার দিকে আপনাকে কী যে বলি!’ অমিতাভের এমন ছদ্ম ভয়ে মজাদার বলার ভঙ্গিতে ততক্ষণে কেবিসি-র সেট জুড়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে হাসির রোল।

এছাড়া চলতি সপ্তাহেই সোনি টিভির এই অনুষ্ঠান কৌন বনেগা ক্রোড়পতির ১৩ নম্বর সিজনে ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছেন বলিউড স্টার দীপিকা পাড়ুকোন ও তার প্রথম সিনেমা ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারহা খান। শো চলাকালীন অমিতাভের সাথে তাদের হাসি ঠাট্টা যেমন চলল, তেমনই তৈরী হল ইমোশনাল মনে রাখার মতো এক মুহূর্তও। অনুষ্ঠান চলার ফাঁকে ফারহার মুখে একটি ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ টাকা অনুদানের কথা ঘোষণা করলেন অমিতাভ বচ্চন। ফের একবার ‘বিগ বি’-র এই উদার হৃদয়ের কারণে আপ্লুত নেটদুনিয়া। বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে প্রোমো হিসেবে ঘুরছে এই পর্বের ভাঙ্গা ভাঙ্গা কিছু টুকরো ভিডিয়ো, তাই নিয়ে উত্তেজনার পারদও তুঙ্গে।

Related posts

৬ বছরের নিখোঁজ শিশুকে পরদিনই বাড়িতে নিয়ে এল এক ব্যাক্তি! প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য

News Desk

৭ বছর চুঁচুড়ার রাস্তায় রাস্তায় ঘুরছিল ভবঘুরে, পুলিশকর্মীর সহায়তায় অবশেষে ফিরলেন বাড়ির লোকের কাছে

News Desk

টিউশন ফী দিতে পারেনি, তাই বিয়ে করতে হলো ছাত্রীকে! ইন্টারনেটে ভাইরাল শিক্ষকের কীর্তি

News Desk