Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দাপট দেখাচ্ছে করোনা! উদ্বেগ বাড়িয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আবারও বাড়ল সংক্রমিতের সংখ্যা

উদ্বেগ বাড়িয়ে দেশে আরও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা আড়াই হাজার পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৯৫২।

সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২২ হাজার ১৪৯। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.৫৬ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.৫০ শতাংশ।

দেশের মধ্যে দিল্লিতে করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। শুক্রবার দিল্লিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৪২ জন। যা ১০ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। একদিনে করোনায় দিল্লিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দিল্লিতে কোভিডের দাপট বাড়ছে। দিল্লিতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির জন্য করোনার ওমিক্রন প্রজাতি ও ওমিক্রনের ৯টি সাব ভ্যারিয়্যান্ট দায়ী বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে, এমন কড়া নির্দেশই জারি করা হয়েছে। গত মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, মিজোরামকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। দিল্লির পাশাপাশি সংলগ্ন জেলা গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুর, মিরাট, বুলন্দশহর এবং বাগপতে ফের সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক পরায় কড়াকড়ি করা হয়েছে।

দেশে দ্রুত গতিতে যেভাবে করোনা বাড়ছে, তাতে চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। যদিও এই প্রশঙ্গে আশ্বস্ত করে দ্য টাইমস অফ ইন্ডিয়াকে IIT কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল বলেছেন, ”এখনও পর্যন্ত যে হারে কোভিড সংক্রমণ হচ্ছে, তা চতুর্থ ঢেউ তৈরি হওয়ার মতো নয়। বর্তমানে যে হারে সংক্রমণ বাড়ছে তার কারণ হল, বিধিনিষেধ প্রত্যাহারের জন্য। মনে হচ্ছে, স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছু”।

Related posts

পার্ক স্ট্রিটের এপিজে হাউসে বিধ্বংসী আগুন , ঘটনাস্থলে পৌঁছল দমকলের ১২টি ইঞ্জিন

News Desk

উপার্জনহীন বাবার জন্য চায়ের দোকান খুলে দিয়ে তার ইচ্ছাপূরণ করলেন টলিউডের এই অভিনেত্রী

News Desk

হবু স্বামীর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী! খুব তাড়াতাড়িই কি বিয়ে?

News Desk