নিজের মৃত্যুর প্রমাণপত্র হারিয়ে ফেলেছেন জনৈক ব্যক্তি। এখন আবার নিজেই সেটি খুঁজে বেড়াচ্ছেন। তাও পেপারে বিজ্ঞাপন দিয়ে। এই অব্দি শুনে নিশ্চয়ই ভাবছেন এ কি পাগলের প্রলাপ। কিন্তু টুইটারে এমনই একটি পেপার কাটিং শেয়ার করেছেন আইএএস অফিসার রুপিন শর্মা। এতে একজন ব্যক্তি দাবি করছেন, তার ডেথ সার্টিফিকেট হারিয়ে গেছে। আরো লেখা আছে যে খুঁজে পাবে, সে যেন তার ঠিকানায় ফিরিয়ে দেয়। জানলে অবাক হবেন বিজ্ঞাপনে ভগবানের সম্পূর্ন ঠিকানা দিয়েছেন লোকটি। যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছেন তার নাম রঞ্জিত কুমার এবং তিনি আসামের বাসিন্দা।
জেনে নিন কী লেখা ছিল বিজ্ঞাপনে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনে লেখা হয়েছে, ০৭-০৯-২২ তারিখ সকাল ১০টার দিকে আমার ডেথ সার্টিফিকেট লুমডিং বাজারে (আসামের) হারিয়ে গেছে। আমার ডেথ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর হল ৯৩/১৮ এবং সিরিয়াল নম্বর হল ০০৬৮১৩২৷ ওই ব্যক্তি তার বাবার নাম ও অন্যান্য তথ্যও এই বিজ্ঞাপনে দিয়েছেন।
স্বর্গ থেকে একজন ব্যক্তি কি তার মৃত্যুর সার্টিফিকেট চাইছেন?
এমন কাগজ কাটিং দেখে সবাই অবাক আর মানুষও নানান মজা করছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মানুষ অনেক মন্তব্য করছেন। একই সঙ্গে এক ব্যবহারকারী বলেছেন, পাওয়া গেলে সার্টিফিকেট কোথায় পৌঁছে দিতে হবে, স্বর্গ না নরকে! কেউ বলছে এটা শুধু ভারতেই হতে পারে। একইসঙ্গে একজন লিখেছেন, স্বর্গ থেকে একজন মানুষ কি তার ডেথ সার্টিফিকেট চাইছেন?